মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, কীভাবে দেখবেন জয়েন্টের ফল জানুন
Connect with us

দেশের খবর

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, কীভাবে দেখবেন জয়েন্টের ফল জানুন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। দুপুর ২ টো ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড। বিকেল ৪ টে থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। গত বছরের তুলনায় ১০ হাজার বেড়ে ১ লক্ষ ২ হাজারের কাছাকাছি ছিল এই বছর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা।

কীভাবে দেখবেন ফল?

www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে ফলাফল জানা যাবে। মূলত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলের ভিত্তিতে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফারমাসির ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যাবে। ফলাফল জানা যাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in বা wbjeeb.in-এ।

Advertisement

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রফেশনাল, ভোকেশনাল এবং সাধরণ ডিগ্রি কোর্সে ভরতির জন্য রাজ্য জয়েন্ট বোর্ডকে ‘কমন এন্ট্রাস এগজামিনেশন’ নেওয়ার ক্ষমতা প্রদান করা হয়। সেইসঙ্গে অনলাইনে কাউন্সেলিং প্রক্রিয়া চালানোর ক্ষমতা প্রদান করে রাজ্য সরকার। WBJEE 2022 পরীক্ষা মোট ২০০ নম্বরের হয়েছিল। প্রশ্নপত্রে ১৫৫টি MCQ প্রশ্ন ছিল। কিছু প্রশ্ন ১ নম্বরের এবং কিছু প্রশ্ন ২ নম্বরের ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট ২০২২ পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.