থার্ড লাইনে চলছে কাজ, ১৮ ঘণ্টা ট্রেন-পরিষেবা বন্ধ খড়্গপুর লাইনে
Connect with us

বাংলার খবর

থার্ড লাইনে চলছে কাজ, ১৮ ঘণ্টা ট্রেন-পরিষেবা বন্ধ খড়্গপুর লাইনে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: থার্ড লাইনের কাজ, রবিবার খড়্গপুরে ১৮ ঘণ্টা বন্ধ ট্রেন। ছুটির দিন বন্ধ ট্রেন চলাচল। টানা ১৮ ঘণ্টা খড়্গপুরে বন্ধ থাকছে ট্রেন চলাচল।

জানা গিয়েছে, খড়গপুর ও হিজলির মধ্যে থার্ড লাইনের (Third Line) কাজ চলছে। এর জেরে রবিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত খড়গপুর স্টেশন দিয়ে কোনও ট্রেন যাবে না। পরিদর্শনে যান দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনোরঞ্জন প্রধান। রাত ১০টার পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন। ছুটির দিন হলেও এতক্ষণ ট্রেন বন্ধ থাকায় সমস্যার আশঙ্কা করছেন অনেকেই।

একই ছবি অন্যত্রও। থার্ড লাইন সম্প্রসারণের জন্য আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল (Bandel) ও মগরার (Mogra) মধ্যে ট্রেন চলাচল। ফলে বাতিল হচ্ছে বহু মেল-এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। প্রভাব পড়বে লোকাল ট্রেনের পরিষেবাতেও। ট্রেনের গতি ও যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্যই ব্যান্ডেল-শক্তিগড় শাখায় থার্ড লাইনের সম্প্রসারণ চলছে।

Advertisement

আরও পড়ুন: ‘একদিকে কাউন্টডাউন শেষ, আরেক দিকে কাউন্টডাউন শুরু’, দলবদলের জল্পনা উস্কে বিস্ফোরক অর্জুন সিং

আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ওই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন। বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৭ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১২টায়। উল্টোদিকে, হাওড়ার জন্য বর্ধমান থেকে শেষ লোকাল ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ছাড়বে দুপুর ১.৩৩-এ। দুপুর ২.১২ মিনিটে ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য শেষ লোকাল ট্রেন ছাড়বে। কাটোয়ার জন্য হাওড়া থেকে শেষ লোকাল চলবে বেলা ১২.১০-এ। আর হাওড়ার জন্য কাটোয়া থেকে শেষ লোকাল ছাড়বে সকাল ১০.২০ মিনিটে। ৩০ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.২০ মিনিটে।

Advertisement

হাওড়ার জন্য বর্ধমান থেকে প্রথম লোকাল চলবে দুপুর ২.৪০ মিনিটে। ওইদিন ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন ছাড়বে দুপুর ২.৪০-এ। দুপুর ৩.১০-এ হাওড়ার জন্য ব্যান্ডেল থেকে ছাড়বে প্রথম লোকাল।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে সিবিআই তদন্তের মধ্যেই স্কুল শিক্ষা দফতরের কমিশনার বদল

বাতিল ট্রেন, স্পেশাল ট্রেন: পূর্ব রেল সূত্রে আরও খবর, ২৭ তারিখ ৩টে পর থেকে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে ৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে। ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া ও চুঁচুড়ার মধ্যে।

Advertisement

আরও পড়ুন: দ্বিতীয়বার মেয়ে হওয়ায় ঢাকঢোল পিটিয়ে শোভাযাত্রা করে সদ্যজাতকে বাড়িতে আনলেন বাবা

সেদিন ১৪ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে বর্ধমান ও খন্যানের মধ্যে। রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বাতিল করা হয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.