বাংলার খবর
তারকেশ্বর লাইনে বন্ধ ট্রেন পরিষেবা, শ্বশুরবাড়ি যেতে গিয়ে নাকাল জামাইরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের মাত্র একটা দিন। তাও রেলের সিদ্ধান্তে জামাইদের শ্বশুরবাড়ি যাওয়ার জো নেই। এ-বছর রবিবার ছুটির দিনে জামাইষষ্ঠী পড়লেও ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারকেশ্বর রুটের জামাইরা।
জানা গিয়েছে, তারকেশ্বর লাইনে তারকেশ্বর এবং লোকনাথ স্টেশনের মাঝে একটি কার্লভাটের অবস্থা খুবই খারাপ। সেটি ঠিক করতেই শনিবার রাত ১০’টা ৪৫ মিনিট থেকে রবিবার দুপুর ১’টা পর্যন্ত এই লাইনে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। আর তাতেই বেজায় বিপাকে পড়েছেন জামাইরা। শ্বশুরবাড়ি যেতে গিয়ে কালঘাম ছুটছে। বিকল্প রাস্তা দিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
সূত্রের খবর, রবিবার সকাল থেকেই হাওড়া- তারকেশ্বর, গোঘাট শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। আরাম হয়ে যে ট্রেনগুলি যায় সেই শাখাতেও এদিন ট্রেন বন্ধ থাকায় এদিন সকালে রেলের তরফে ৩’টি স্পেশ্যাল ট্রেন চালানো হয়। যদিও তাতে সমস্যা কিছুই মেটেনি। ছুটির দিনে শ্বশুরবাড়ি যেতে গিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে জামাইদের।
আরও পড়ুন: হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ওঝার কাছে পরিবার! চাঞ্চল্যকর ঘটনা ডেবরায়
প্রসঙ্গত, ব্যান্ডেল ও মগরার মধ্যে তৃতীয় লাইন এবং ইন্টারলকিঙের কাজ চলায় চরম দুর্ভোগের শিকার হতে হয়েছিল নিত্যযাত্রীদের। গত ২৭ মে থেকে ৩০ মে দুপুর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশন।
আরও পড়ুন: এখনও কাজ বাকি, শনিবার থেকে একমাস ব্যান্ডেল শাখায় বাতিল ১০ লোকাল ট্রেন
গত সোমবার দুপুর থেকেই স্বাভাবিক হয়েছে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। সবে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু ইন্টারলকিঙের জন্য আবারও কাজ শুরু হতে চলেছে ব্যান্ডেল শাখায়। তার জন্য আগামী ৪ জুন থেকে টানা এক মাস দশটি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল পূর্ব রেল।