রেল পরিষেবার আধুনিকরণ, দেশে সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং এবার ব্যান্ডেলে
Connect with us

বাংলার খবর

রেল পরিষেবার আধুনিকরণ, দেশে সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং এবার ব্যান্ডেলে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের মধ্যে সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং এবার ব্যান্ডেল জংশনে। ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম দেশের মধ্যে তো বটেই বিশ্বে সবচেয়ে বড় রুট এবার বসতে চলেছ ব্যান্ডেলে।

দেশের প্রায় শতাধিক স্টেশনে ইআইএস চালু হয়েছে। খড়গপুরেই রয়েছে ৮০০ রুট। ব্যান্ডেলে সেটাই ১০০২ টি রুট করা হল। ইআইএস চালু হবে আগামী ৩০ মে। ওইদিন পূর্ব রেলের রেল সেফটি ম্যানেজার পরিদর্শন করার পর আনুষ্ঠানিক ভাবে চালু হবে এই ব্যবস্থা।

বৃটিশ রুট রিলে ইন্টার লকিং সিস্টেম বাতিল করে ইআইএস চালু হবে। আগে যা ছিল ম্যানুয়াল এবার সেটাই পুরোপুরি ইলেকট্রনিক হতে চলেছে। এর ফলে ট্রেনের গতি বাড়বে। অনেক বেশি ট্রেন চালানো যাবে রুটে। ইন্ডোর মেন্টেনেন্সে কোনও লোক লাগবে না। এর ফলে ট্রেন দুর্ঘটনার প্রবণতা কমবে। কুয়াশাতেও সিগন্যালের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। 

Advertisement

আরও পড়ুন: পুকুর খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীন মূর্তি, হইচই দাঁতনে

সোমবার ব্যান্ডেল স্টেশনে নব নির্মিত ইআইএস কেবিনে ইলেকট্রনিক সিস্টেমের কাজ খতিয়ে দেখেন রেল আধিকারীক ও নির্মানকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। কেবিনে দুটি বড় প্যানেল বোর্ড বসানো হয়েছে। যার মাধ্যমে গোটা সিস্টেমটা অপারেট করা হবে। আধুনিক এই ইন্টারলকিং সিস্টেমে কাজ করছে পরম এন্টারপ্রাইজ। জার্মানি প্রযুক্তিতে এই কাজ সম্পন্ন করছে সিমেনস্।

রেলের এসএসসি সিগন্যাল ওয়ার্কস হাওড়া অনিল কুমার মন্ডল বলেন, ”আগেও রেলের নিরাপত্তা ছিল , এখন আরও বেশি নিরাপত্তা পাওয়া যাবে এই ব্যাবস্থায়। এটা এত অত্যাধুনিক হচ্ছে যেটা আগে কোথাও হয়নি। আগের বৃটিশ ইন্টারলকিং ছিল সেটাই পরিবর্তন করা হচ্ছে।ট্রেন কতদূর গিয়েছে বা আসছে তা মনিটারে দেখা যাবে। ডুয়েল সিস্টেমে কাজ চলবে। একটা বসে গেলে আরেকটা অটোমেটিক কাজ করবে।” 

Advertisement

পরম এন্টারপ্রাইজের এমডি পুনিত পাঠক বলেন, ”এই ইন্টারলকিং সিস্টেম দেশের মধ্যে আর কোথাও হয়নি, বিশ্বেও প্রথম। খড়গপুরে করা হয়েছে, তবে এতবড় হয়নি। এর ফলে অনেক বেশি গতিতে ট্রেন চলবে।” 

আরও পড়ুন: সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলেরা!

সিমেনসের কৃষ্ণার্জুন চট্টোপাধ্যায় বলেন, ”ব্যান্ডেল স্টেশনে ইআই চালু করতে চলেছি। সব থেকে বড় যেখানে ১০০২ রুট আছে। ব্যান্ডেল থেকে হাওড়া,বর্ধমান,কাটোয়া এবং নৈহাটি লাইন রয়েছে। এই রুট গুলোতে অনেক বেশি ট্রেন এবং দ্রুত গতিতে ট্রেন চলবে। যাত্রী সুরক্ষা সবচেয়ে আগে দেখা হবে।” 

Advertisement

পুরোনো থেকে নতুন সিস্টেম চালু করতে ট্রাক থেকে বিদ্যুৎ সবকিছুর জন্য তিনদিন ২৭ থেকে ২৯ মে ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে। রেল যদি আগামী দিনে চারটে পাঁচটা স্টেশনকে নিয়ে সেন্ট্রালাইজ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা সিটিসি করতে চায় তাহলে ইআই অনেক সাহায্য করবে।

আরও পড়ুন: মেয়ের শ্বশুর-বাড়ির বিবাদ মেটাতে এসে প্রতিবেশীর হাতে খুন বাবা

কোনও কারনে ট্রেনের ড্রাইভার যদি সিগন্যাল না বুঝতে পারেন তাতেও কোনও অসুবিধা হবে না। পরবর্তিকালে আরও কিছু ফিচারস যোগ করলে ইঞ্জিনের অপারেশনও ইআই করতে পারবে বলে জানানো হয়েছ। 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.