সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম! গিনেস বুকে উঠতে চলেছে ব্যান্ডেল স্টেশনের নাম
Connect with us

বাংলার খবর

সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম! গিনেস বুকে উঠতে চলেছে ব্যান্ডেল স্টেশনের নাম

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। এর জন্য  এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ব্যান্ডেল স্টেশনের নাম পাঠানো হয়েছে। 

চিপ রেলওয়ে সেফটি কমিশনার শুভময় মিত্র রেল আধিকারীকদের নিয়ে ব্যান্ডেল মগড়া থার্ড লাইন ও ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ পর্যবেক্ষণ করেন। ম্যাপ দেখে ট্রলি করে ঘুরে দেখেন রেল লাইন। ৩’টের পর আপ তিস্তাতোর্সা এক্সপ্রেস ব্যান্ডেলে আসে শিয়ালদহ থেকে। স্পেশাল ট্রেনের বদলে সাধারণ সূচি অনুযায়ী ট্রেন চলাচলও শুরু হয়।

শুধু তাই নয়, হাওড়ার উপর দূর পাল্লার ট্রেনের চাপ কমাতে ডানকুনি স্টেশনকে ভাবছে রেল।জানান হাওড়া ডিআরএম মনিশ জৈন। সোমবার ব্যান্ডেলে রেলওয়ে সেফটি পরিদর্শনে আসেন চিপ রেলওয়ে সেফটি কমিশনার সুভময় মিত্র ও হাওড়া ডিআরএম মনিশ জৈন।

Advertisement

আরও পড়ুন: বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হাইকোর্টে মামলা দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

রেল ট্রাক ইন্সপেকশনের পর ডিআরএম বলেন, ”ইআই সিস্টেম চালু হয়ে গিয়েছে। সিআরএস ইন্সপেকশনের পর ছাড়পত্র দিলেই থার্ড লাইনে ট্রেন চালু হয়ে যাবে সোমবার সন্ধ্যা থেকে। ইআই চালু হওয়ায় ট্রেনের গতি বাড়বে। দুর্ঘটনার প্রবণতা কমবে। গোটা ব্যবস্থাটাই ইলেকট্রনিক হওয়ায় রুটে ট্রেন চলাচল সহজ হবে।

আরও পড়ুন: গেরুয়া শিবিরে বড় ধাক্কা, ঘাসফুলে যোগ ২০০ নেতা-কর্মীর

Advertisement

এছাড়াও ব্যান্ডেল থেকে  হাওড়ার চাপ কমাতে ডানকুনি স্টেশনকে ব্যবহার করার ভাবনা রয়েছে রেলের। আগামী কাল থেকে ব্যান্ডেল স্টেশনের প্লাটফর্ম গুলো নম্বর পরিবর্তন হয়ে যাবে। এক থেকে সাত পর্যন্ত প্লাটফর্ম করা হয়েছে। আগে যা ছিল ১এ ১বি ১,২,৩,৪,৫। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.