এখনও কাজ বাকি, শনিবার থেকে একমাস ব্যান্ডেল শাখায় বাতিল ১০ লোকাল ট্রেন
Connect with us

বাংলার খবর

এখনও কাজ বাকি, শনিবার থেকে একমাস ব্যান্ডেল শাখায় বাতিল ১০ লোকাল ট্রেন

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ব্যান্ডেল ও মগরার মধ্যে তৃতীয় লাইন এবং ইন্টারলকিঙের কাজ চলায় চরম দুর্ভোগের শিকার হতে হয়েছিল নিত্যযাত্রীদের। গত ২৭ মে থেকে ৩০ মে দুপুর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশন। গত সোমবার দুপুর থেকেই স্বাভাবিক হয়েছে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। সবে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন নিত্যযাত্রীরা। কিন্তু ইন্টারলকিঙের জন্য আবারও কাজ শুরু হতে চলেছে ব্যান্ডেল শাখায়। তার জন্য আগামী ৪ জুন থেকে টানা এক মাস দশটি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল পূর্ব রেল। আবার স্বাভাবিক সূচি মেনে ট্রেন চলবে আগামী ৪ জুলাই থেকে। ব্যান্ডেল স্টেশনে যে নতুন ইন্টারলকিং সিস্টেমটি বসেছে, তার কিছু কাজ এখনও বাকি থেকে গিয়েছে। আর সেই কাজটি সম্পূর্ণ করতে আরও একমাস মতো সময় লাগবে। সেই কারণেই এই একমাস দশটি ইএমইউ লোকাল ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এক মাসের জন্য বাতিল হওয়া ১০ লোকাল ট্রেনের মধ্যে রয়েছে দু’টি আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল (৩৭২১৩ ও ৩৭২৪৭), দু’টি ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকাল (৩৭২১৪ ও ৩৭২৫৬), একটি আপ মেমারি লোকাল (৩৭৬৫৫), একটি ডাউন মেমারি লোকাল (৩৭৬৫৬), একটি আপ ব্যান্ডেল-কাটোয়া লোকাল (৩৭৭৪১), একটি ডাউন কাটোয়া-ব্যান্ডেল লোকাল (৩৭৭৪৬), একটি আপ ব্যান্ডেল-বর্ধমান লোকাল (৩৭৭৮১) এবং একটি ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল (৩৭৭৮৪)। এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘ব্যান্ডেলে যে নতুন ইন্টারলকিং ব্যবস্থা চালু করা হয়েছে তা খুবই বড় কাজ। সেটার কাজ ঠিকমতো শেষ হলেও আরও কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেই কাজ সম্পূর্ণরূপে শেষ করতে আরও এক মাস সময় লাগবে। সেই কারণেই এক মাসের জন্য নতুন করে ১০ লোকাল ট্রেন কমাতে হয়েছে। ওই কদিন যাত্রীদের সমস্যা যাতে কম হয়, সেটা মাথায় রেখেই কোন কোন ট্রেন বাতিল করা হবে তা ঠিক হয়েছে।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.