বাংলার খবর
দুয়ারে কালবৈশাখী, কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে দুয়ারে এসেছে কালবৈশাখী। শনিবার সন্ধ্যা থেকে জেলায়-জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে যেন স্বস্তির নিশ্বাস। দারুণ দহনের পর রেহাই মিলেছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এরকম আবহাওয়া চলবে আরও বেশ কিছুদিন। যারফলে মিলবে অসহ্য গরমের হাত থেকে মুক্তি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মাসের শুরু অর্থাৎ ১ মে থেকে আগামী ৫ মে পর্যন্ত মোটামুটি এইরকম আবহাওয়াই থাকবে। দিনে-রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। যারফলে আগামী বুধবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণের জেলাগুলিতেও এই কয়দিন চলবে কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাত। এরফলে জেলায়-জেলায় কমবে তাপপ্রবাহের পরিস্থিতি। সেইসঙ্গে উন্নতি হবে আবহাওয়ারও।
আরও পড়ুন: ফুরিয়ে যায়নি কদর, গরমে চাহিদা বাড়ছে মাটির হাঁড়ি-কলসির
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ১ মে থেকে ৪ মে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। ১ মে থেকে ৩ মে ঝোড়ো হাওয়া বেশি থাকবে। ৫ মে থেকে ঝড় ও বৃষ্টি কমবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে, উত্তরবঙ্গে ধারাবাহিক ভাবে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বৃষ্টিতে ভাসবে কলকাতা। রাজধানীতে ১মে থেকে ৪ মে বৃষ্টি হবে। রবিবার দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শহরে। এ বছর শনিবার থেকে কালবৈশাখী শুরু হয়েছে। মার্চ ও এপ্রিলের গোটা মাস কালবৈশাখীর অপেক্ষা করেও লাভ হয়নি। কারণ জলীয় বাষ্প কম ছিল। যারফলে তৈরি হয়েছিল ভ্যাপসা গরম সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি।
আরও পড়ুন: পরকীয়ায় জটিলতা, প্রেমিককে ভিডিয়ো রেকর্ডিং পাঠিয়ে আত্মঘাতী গৃহবধূ
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আর থাকছে না তাপপ্রবাহের আশঙ্কা। রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ফলে বাড়ি থেকে বেরোতে হলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা।