বাংলার খবর
পুরভোটে জয়ী তিন নির্দল প্রার্থী তৃণমূলের পথে! আবেদন করলে দল বিবেচনা করবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবারই কলকাতা ভোটের ফল ঘোষণা হয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়ে ১৩৪ আসনে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে সেই সংখ্যাটা বেড়ে ১৩৭ হতে চলেছে। কারণ এবারের পুর ভোটে জয়ী তিন নির্দল প্রার্থী ফল প্রকাশের পরই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আয়েশা কানিজ। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ জিতেছেন। এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন পূর্বাশা নস্কর। এঁরা তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রার্থী হয়েছিলেন। নির্দল হয়ে লড়া তিন মহিলা প্রার্থীই তৃণমূল প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেছেন। ৪৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সগুফতা পারভিনকে ২ হাজার ১১১ ভোটে হারিয়ে জেতা আয়েশা বলেছেন, ‘আমার ওয়ার্ডের মানুষই চেয়েছিল আমি ভোটে দাঁড়াই। সেই কারণেই আমি নির্দল প্রার্থী হয়ে লড়াই করেছি। মানুষ আমাকে সমর্থন করেছেন বলে বিজয়ী হয়েছি। এবার তাদের জন্য আমি কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষের জন্য কাজ করেন আমিও সেরকমই কাজ করতে চাই।
দরকার হলে আমি তৃণমূলেও যোগ দিতে পারি।’ ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী আখতারি নিজামি শাহাজাদাকে হারানো রুবিনা নাজ জানিয়েছেন, ‘আমার বাবা, দাদা এখনও তৃণমূলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আমিও তৃণমূলের বাইরে নই। অবশ্যই আমিও তৃণমূলের হয়ে কাজ করব।’ ১৪১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শিবনাথ গায়েনকে হারিয়ে জেতা তৃণমূলেরই যুবনেত্রী পূর্বাশা নস্কর জয়ের শংসাপত্র হাতে নিয়েই জানিয়ে দিয়েছেন, তিনিও তৃণমূলে ফিরতে চান। আর এই তিন নির্দল প্রার্থী যে তৃণমূলে ফিরছেন, তার ইঙ্গিত এদিন দিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। ৮২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী রাজ্যের মন্ত্রী তথা বিদায়ী মেয়র জানিয়েছেন, ‘তিনজন নির্দল প্রার্থী তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। আমার সঙ্গে তাদের কথাও হয়েছে। তবে উনারা আগে আবেদন করুক। তারপর দল বিবেচনা করে দেখবে।’