বাংলার খবর
রুলবুক ছুড়ে মারার অভিযোগ! এবার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বাদল অধিবেশনের শেষ দিনে সংসদে হইহট্টগোল করার জন্য তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রী-সহ মোট ১২ জন সাংসদ আগেই শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছিলেন। তার প্রতিবাদে সংসদের ভিতরে এবং বাইরে শীতকালীন অধিবেশনে প্রতিদিন বিরোধীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তারই মধ্যে এবার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হলেন তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার রাজ্যসভায় নির্বাচনী আইন সংস্কার বিল নিয়ে আলোচনার সময় ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রসঙ্গ টেনে গর্জে ওঠেন বিরোধীরা। অভিযোগ, সেই সময় রাজ্যসভার চেয়ারপার্সনের দিকে রুলবুক ছুড়ে মারেন ডেরেক। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। অধিবেশনের এই বাকি দু’দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে ডেরেককে। সাসপেন্ড হওয়ার পর টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে কেন্দ্রীয় সরকারকেও তীব্র আক্রমণ করেছেন ডেরেক। তিনি লিখেছেন, ‘শেষবার যখন আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম, তখন কেন্দ্রীয় সরকার কৃষি আইন নিয়ে চর্চা করছিল। আমরা সবাই জানি তার পরে কী হয়েছিল।
আজ, বিজেপি সংসদকে উপহাসের জায়গা করে তোলার প্রতিবাদে এবং নির্বাচনী সংস্কার বিল ২০২১-এর প্রতিবাদ করতে গিয়ে আবার সাসপেন্ড করা হয়েছে। আশা করি এই বিলটিও শীঘ্রই বাতিল করা হবে। প্রতিটি নিয়ম এবং নজির ভাঙার পরে, বিজেপি এখন রুল বুক নিয়ে কথা বলছে। এটাই সবথেকে বেশি হাস্যকর।’ সোমবারই লোকসভায় পাশ হয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের প্রস্তাব-সহ নির্বাচনী আইন সংস্কার বিল। মঙ্গলবার এই বিল নিয়েই রাজ্যসভায় আলোচনা ছিল। বিরোধীদের দাবি, এই বিল আইনে পরিণত হলে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে। তখনই এই ঘটনা ঘটে। যদিও সরকারের দাবি, এই বিল পাশ হলে নির্বাচনে ভুয়ো ভোটার সহজেই ধরা সম্ভব হবে।