মাদ্রাসার ফল ঘোষণা হল সোমবার, মালদহের জয়জয়কার
Connect with us

বাংলার খবর

মাদ্রাসার ফল ঘোষণা হল সোমবার, মালদহের জয়জয়কার

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২২ সালের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হল সোমবার। মুর্শিদাবাদের লালগোলা রহমাতুল্লা হাই মাদ্রাসার ছাত্রী সিয়াতুন নেশা ও ছাত্র মুস্তাফিজুর রহমান রাজ্যে পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেছেন। সিয়াতুন নেশা জেলায় প্রথম ও মুস্তাফিজুর রহমান জেলায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। খবর পেয়েই লালগোলা পঞ্চায়েত প্রধান অজয় ঘোষের উদ্যোগে ব্লকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ওই ছাত্র, ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সংবর্ধনা দিয়ে তাদের মিষ্টি মুখ করান প্রধান অজয় ঘোষ। পাশাপাশি ভবিষ্যতে পড়াশোনার জন্য সবরকম ভাবে পাশে থাকারও বার্তা দেন তিনি ।

সোমবার হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল- তিন ভাগেরই মেধা তালিকা প্রকাশ করেছে পর্ষদ। হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন ১৫ জন। ৭৮৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মালদহর ছাত্রী সরিফা খাতুন। দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন মালদহরই দুই ছাত্রী ইমরানা আফরোজ এবং আজিজা খাতুন। তবে আজিজার সঙ্গে যৌথ ভাবে তৃতীয় হয়েছেন মালদহের ছাত্র মহম্মদ জাহিরুল ইসলাম। ছেলেদের মধ্যে হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন তিনিই।

এ বছর মাদ্রাসা পর্ষদের পরীক্ষায় বসেছিলেন ৭৩ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৪৭ হাজার ৩৬৫ জন ছাত্রী এবং ২৬ হাজার ৩৪৩ জন ছাত্র। হাই মাদ্রাসায় ৮৭.০২ শতাংশ, আলিমে ৮৯.৮৭ শতাংশ এবং ফাজিলে ৯০.৬৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। হাই মাদ্রাসায় পাসের হারে সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে (৯৮.৫৯ শতাংশ), আলিমে দক্ষিণ দিনাজপুর (৯৮.৫৯ শতাংশ) এবং ফাজিলে উত্তর ২৪ পরগনা।

Advertisement

আলিমের মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ১৪ জন। যৌথ ভাবে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের ছাত্র মহম্মদ আফজল শেখ এবং উত্তর ২৪ পরগনার মহম্মদ মুজাহিদুল হক। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৮৪০। দ্বিতীয় হয়েছেন হুগলির শেখ শাহিদ আখতার এবং তৃতীয় হয়েছেন মালদহের ছাত্রী সারমিন জাহান। ফাজিলের মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ১২ জন। ৫৫৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মালদহর ছাত্র মহম্মদ আলকামা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন উত্তর ২৪ পরগনার আবেদ আলি মোল্লা এবং মহম্মদ সফর আলি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.