খেলা-ধূলা
৬৮ রানেই শেষ ইংরেজরা! দুই টেস্ট বাকি থাকতেই অ্যাসেজ জিতে নিল অস্ট্রেলিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অ্যাসেজ জয় দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম পাঁচ ম্যাচের সিরিজের তিন টেস্ট জিতে অ্যাসেজ পকেটে পুরে নিল অজিরা। মাত্র আড়াই দিনেই তৃতীয় টেস্ট শেষ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ল ইংল্যান্ড।
মাত্র ৬৮ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সোমবার ৩১ রানে চার উইকেটে খেলা শেষ করেছিল ইংরেজরা। ক্রিজে ছিলেন অধিনায়ক জো রুট এবং বেন স্টোকস। আজ সকালে এক ঘণ্টার মধ্যেই পড়ে গেল বাকি ছয় উইকেট। রুট ফেরেন ২৮ রানে এবং স্টোকস করেন মাত্র ১১ রান। এই দু’জন ছাড়া আর কেউই দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে পারেননি। দু’জনে ফেরার পরে তাসের ঘরের মত ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। মাত্র ২৭.৪ ওভার স্থায়ী হয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে একাই ধস নামিয়ে দেন ম্যাচের সেরা স্কট বোলান্ড।
চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নেন। এছাড়াও মিচেল স্টার্ক ৩টি এবং একটি উইকেট পেয়েছেন ক্যামেরুন গ্রীন। ফলে ইনিংস এবং ১৪ রানে জয় পেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৮৫ রানে গুটিয়ে গিয়েছিলে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২৬৭ রান করে। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে গেল ইংরেজরা। ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা রান দুই ইনিংস মিলিয়ে টপকাতে পাড়ল না রুটরা। এই জয়ের ফলে দু’টি টেস্ট বাকি থাকতেই ৩-০ তে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে নিল ক্যাঙ্গারু বাহিনী।