বাংলার খবর
ঝাড়গ্রামে আধার কার্ড করতে রাত জেগে ব্যাঙ্কের সামনে লাইন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আধার কার্ড নিয়ে মহা সমস্যায় পড়েছেন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা। আধারকার্ড না থাকায় রেশন থেকে বঞ্চিত হচ্ছে বেশকিছু শিশু। যার ফলে দিনের পর দিন ঘুরে আধার কার্ডের জন্য রাত জেগে ব্যাঙ্কের সামনে লাইন দিয়ে রয়েছেন দশজন।
ঝাড়গ্রাম শহরের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রতিদিন দশ জন করে আধার কার্ড করা হয়। কিন্তু দূর-দূরান্ত থেকে প্রতিদিন বহু মানুষ এসে ঘুরে গেলেও কিন্তু আধার কার্ড তৈরি করা সম্ভব হয়নি। তাই হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেই ব্যাঙ্কের সামনে এসে রাত জেগে লাইন দিয়ে রয়েছেন বেশ কয়েকজন। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের মুড়াকাটি গ্রামের লালু চালক তার পরিবারের দুই শিশুকে নিয়ে আধার কার্ড তৈরির জন্য সোমবার দুপুর তিনটে থেকে পাঞ্জাব ব্যাংকের সামনে বসে রয়েছেন।
সোমবার রাতে ও দুই শিশুকে নিয়ে লালু চালক ও তাঁর পরিবারের লোকেরা ঠান্ডায় ব্যাঙ্কের সামনে বসেছিলেন । মঙ্গলবার সকালে ব্যাঙ্কের সামনে বসে লালু চালক বলছিলেন, এ ছাড়া কোনও উপায় নেই। আশা করি মঙ্গলবার দুই শিশুর আধার কার্ড করা সম্ভব হবে।’ এভাবেই কেউ এসেছেন লোধাসুলি থেকে, কেউ এসেছে আঁধারিয়া থেকে। দূর দূরান্ত থেকে এভাবেই মানুষ আধার কার্ড করার জন্য এসে ঘুরে যাচ্ছেন। যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। শিশুদের আধার কার্ড না থাকায় তারা রেশন থেকে বঞ্চিত। তাই পরিবারের লোকেরা তাঁদের শিশুদের আধার কার্ড তৈরির জন্য ব্যাঙ্কের সামনে দিনের পর দিন এভাবেই রাত জেগে বসে রয়েছেন বলে জানিয়েছেন।