দেশের খবর
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ঘরে থাকলেও ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়লেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজারের ঘরেই রইল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন। দেশে এখনও পর্যন্ত ৬৫৩ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬৭ জন মহারাষ্ট্রে, ১৬৫ জন দিল্লিতে আক্রান্ত হয়েছেন। কেরলে ৫৭, তেলঙ্গানায় ৫৫, গুজরাতে ৪৯, রাজস্থানে ৪৬, তামিলনাড়ুতে ৩৪ এবং কর্নাটকে ৩১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বাকি রাজ্যগুলিতে তা ১০-এর কম। তবে ১৮৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ২৩৬ জন। গোটা অতিমারী পর্বে এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ০.৬১ শতাংশ। দৈনিক সংক্রমণ কমায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩৮৫ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭৫ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৩৫ হাজার ৪৯৫টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬৭ কোটি ৪০ লক্ষ ৭৮ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৭২ লক্ষ ৭৮ হাজার ৫৪৭ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৪২ কোটি ৪৬ লক্ষ ৮১ হাজার ৭৩৬ জনের।