বাংলার খবর
মালদহের বামনগোলায় ঘরের ভিতর থেকে চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত বুধবার শিলিগুড়িতে একাদশ শ্রেণির এক ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিল। এবার শোয়ার ঘর থেকে এক চতুর্থ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার বামনগোলা থানার তালতলা এলাকায়। মৃত স্কুল ছাত্রের নাম দেব সরকার। বয়স ৮ বছর।
বাড়ি বামন গোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা এলাকায়। পরিবারে রয়েছে বাবা শ্যামল সরকার, মা পায়েল সরকার। দেবরা এক ভাই ও এক বোন। দেব পরিবারের বড়। স্থানীয় তালতলা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো শুক্রবার সকালে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জমিতে কাজ করতে যায়। কাজ সেরে বাড়ি ফিরে ঘরের ভিতরে ওই ছাত্রের ঝুলন্ত দেহ পরিবারের লোকজন।
তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসকেরা ওই স্কুলছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনে। পরিবারের সদস্যরা জানান, কী কারণে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কিছুই তাঁরা বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুলছাত্রের পরিবার সহ গোটা গ্রামে। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন! তার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।