বাংলার খবর
নয়াগ্রামের তপবনে দাপিয়ে বেড়াচ্ছে ৫০ দাঁতাল হাতি! আতঙ্কিত এলাকাবাসী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তপবন এলাকায় শুক্রবার সকালে ঢুকে পড়ে দলমা থেকে আসা প্রায় ৫০টি দাঁতাল হাতি। যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেভাবে শুক্রবার হাতির দল ওই এলাকায় সাতসকালে দাপিয়ে বেড়াচ্ছে তাতে ঘরবাড়ির পাশাপাশি মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
আতঙ্কিত গ্রামবাসীরা কার্যত হাতির হামলার আশঙ্কায় দিশাহারা অবস্থার মধ্যে রয়েছেন। দিনের বেলা হাতির দল এলাকায় ঢুকে যে ভাবে তান্ডব শুরু করেছে, রাতের বেলা কীভাবে তাণ্ডব করবে, সেই আশঙ্কায় শিহরিত তপবন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে বনদফতরের কর্মীরা তপোবন এলাকায় গিয়ে হাতির দলের গতিবিধির ওপর নজরদারি শুরু করেছে। সেই সঙ্গে বনদফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেউ যাতে জঙ্গলে প্রবেশ না করে, সেই নির্দেশ দেওয়া হয়। হাতির দল যাতে খাবারের সন্ধানে ঢুকে তাণ্ডব শুরু করতে না পারে তার চেষ্টা চালাচ্ছে বন দফতরের কর্মীরা।