দেশের খবর
দুই পর্যটক বাসে ধাক্কা, ৫ জনের মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে। বছরের শেষ মুহূর্ত এবং নতুন বছরকে বরণ করতে পর্যটকদের আনাগোনা বাড়ছে। বিভিন্ন এলাকার মানুষ এই সময়টা বিশেষ ভাবে কাটায়।
সেই রকমই একটি পর্যটক বোঝাই গাড়ি পড়ল ভয়ানক দুর্ঘটনার কবলে। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পর্যটক ভর্তি দু’টি বাসে ধাক্কা মারল আরেকটি বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন যাত্রী। সোমবার হরিয়ানার আম্বালার কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের আম্বালা শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আম্বালা-চণ্ডীগড় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। দিল্লিগামী একটি বিলাসবহুল বাস সড়কে দাঁড়িয়ে থাকা পর্যটক বোঝাই দুটি বাসে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।