বাংলার খবর
ফুলবাড়িতে কোটি টাকার বার্মা টিক উদ্ধার! গ্রেফতার ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আবারও বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ির বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকবা রেঞ্জ। অভিনব কায়দায় দু’টি ১২ চাকার লড়িতে করে প্লাইউডের আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার অবৈধ বার্মা টিক কাঠ। গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বেলাকোবা বনদফতরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দু’টি ১২ চাকার লরি আটক করে বেলাকবা রেঞ্জ। তাতেই উদ্ধার হয় কোটি টাকার বার্মা টিক কাঠ। বিভিন্ন সময় দেখা গিয়েছে, কাঁচের আড়ালে, ভুষির বস্তার আড়ালে পাচার করা হয় টিক কাঠ।
এবার প্লাই উডের আড়ালে টিক কাঠ পাচার করতে গিয়ে বেলাকবা বন দফতরের হাতে ধরা পড়ল কাঠ পাচারকারীরা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, অসম থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল এই কাঠগুলো। এই ঘটনায় ওসামিম, নাসিম ও মুস্তাকিম নামে তিনজনকে গ্রেপ্তার করেছে বেলাকোবা রেঞ্জ। ধৃতরা তিনজনেই হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।