দেশের খবর
‘মায়ের গর্ভ আর কবর মেয়েদের জন্য নিরাপদ’ লিখে আত্মঘাতী স্কুল ছাত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির ঘটনা দিনদিন বেড়েই চলেছে সব জাইগায়। স্কুল কলেজ থেকে শুরু করে অফিস বা বাস, ট্রেন যাই হোক, সব জায়গাতেই মেয়েরা যৌন হেনস্থার স্বীকার হন। আর সেই কারণে অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। সেই রকম ভাবেই ঝড়ে গেল একাদশ শ্রেণির এক ছাত্রীর জীবন।
গত কয়েকদিন ধরেই বারবার অবর্ণনীয় যৌন হেনস্থার অত্যাচার সহ্য করতে না পেরে শনিবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই তরুণী। আত্মহত্যার আগে লিখে গিয়েছেন, ‘মেয়েরা নিরাপদ শুধু মাতৃ গর্ভে এবং কবরে।’ এর পাশাপাশি সুইসাইড নোটে আত্মঘাতী তরুণী সব বাবা-মা কে অনুরোধ করেছেন, ‘ছেলেদের ভালো শিক্ষা দিন, মহিলাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। যেন কাউকে যৌন হেনস্থা না করে। এর ফলে মেয়েরা খুব কষ্ট পায়। ন্যায়বিচার চাই।’ এই লেখা পড়েই পুলিশ বুঝতে পারে যে ওই তরুণী গত কিছুদিনে তিনবার যৌন হেনস্থার স্বীকার হয়েছিলেন। সেখান থেকেই বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নেন। বাজারে গিয়েছিলেন আত্মঘাতী তরুণীর মা।
বাজার থেকে ফিরেই বাড়িতে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। এই ঘটনায় চেন্নাই থেকেই ২১ বছরের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই তরুণের সঙ্গে প্রায় আট মাস আগে খুব ভালো সম্পর্ক ছিল ওই তরুণীর। এরপর তাঁদের বন্ধুত্বে চিড় ধরে। যৌন হেনস্থা করার পর গত কয়েকদিন ধরেই ওই যুবক তরুণীকে বিভিন্নভাবে উত্তক্ত করতে থাকেন। অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। সেখান থেকেই বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নেন ওই তরুণী। পুলিশি জেরায় ওই তরুণ নিজের দোষ স্বীকার করেছেন। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।