বিনোদন
গাড়ি দুর্ঘটনায় আহত ‘টারজান’ হেমন্ত বিরজে ও তাঁর স্ত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ‘টারজান’ সিনেমার নায়ক হেমন্ত বিরজে এবং তাঁর স্ত্রী। জানা গিয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে তাঁদের গাড়ি রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। হেমন্ত এবং তাঁর স্ত্রী আহত হলেও তাঁদের কন্যা সুস্থ আছেন।
দু’জনের আঘাত লাগলেও চোট গুরুতর নয়। সিরগাঁও থানার আধিকারিকরা জানিয়েছেন প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ১৯৮৫ সালে বব্বর সুভাষ পরিচালিত ‘টারজান’ ছবিতে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয় হন হেমন্ত বিরজে। এরপর মিঠুন চক্রবর্তী অভিনীত প্রায় সব সিনেমাতেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ২০০৫ সালে সলমন খান অভিনীত ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনর’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দি ছাড়াও একাধিক মালয়ালম ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন হেমন্ত।