আন্তর্জাতিক
১২ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ১২ জানুয়ারি। এই দিনটি নানান দিক থেকে স্মরণীয়। কী কারণে স্মরণীয়, তা দেখে নেওয়া যাক।
আজকে যাঁদের জন্মদিন-
১৮৬৩ সালের ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। ভারতের এই মহান সন্ন্যাসী শিকাগোতে জাতি সম্মেলনে তাঁর মহান বাণীর দ্বারা বিশ্বের দরবারে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেন। তিনি যুব সমাজকে তাঁর আদর্শের ও ভাবনায় উজ্জীবিত করেছিলেন। তাই তাঁর জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। ১৯৪১ সালের এই দিনে ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫৮ সালের আজকের দিনে অরুণ গোভিল জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ও প্রযোজক। ১৯৭২ সালের এই দিনটি প্রিয়াঙ্কা গান্ধীর জন্মদিন।
তিনি বর্তমানে ভারতীয় রাজনীতিবিদ এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। ১৯৭৩ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক সাক্ষী তানওয়ার জন্মগ্রহণ করেছিলেন। হরিকা দ্রোণাবল্লী যিনি একজন ভারতীয় গ্র্যান্ডমাস্টার, তিনি ১৯৯১ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। জিজাউ মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের মা ১৫৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মিথিলা পালকার একজন অভিনেত্রী যিনি টিভি সিরিজ ‘গার্ল ইন দ্য সিটি’ এবং নেটফ্লিক্সের ‘লিটল থিংস’-এ অভিনয়ের জন্য পরিচিত, তিনি ১৯৯৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী-
১৯৩৪ সালের আজকের দিনে মৃত্যু হয় বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। তাঁর নেতৃত্বেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। ১৯৪২ সালের আজকের দিনে এমএস নাগাপ্পা পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় ভাস্কর। যিনি ব্রিটিশ শাসিত ভারতে মূর্তি ও স্মৃতিস্তম্ভের নকশা করেছিলেন। ১৯৮৯ সালের এই দিনটি চেল্লাপিল্লা সত্যমের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক। ২০০৪ সালের আজকের দিনে রামকৃষ্ণ মহাবালেশ্বর হেগড়ের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি কর্ণাটকের দশম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৫ সালের ১২ জানুয়ারি প্রখ্যাত বলিউড অভিনেতা অমরেশ পুরী পরলোক গমন করেন।
আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়-
১৯৪৮ সালের এই দিনে মহাত্মা গান্ধী তার চূড়ান্ত অনশন শুরু করেছিলেন।
এছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকের দিনটিকে ভারত সরকার জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছে।