শহিদ সকালে বাড়ছে গরম, কেমন থাকবে আবহাওয়া জানুন
Connect with us

বাংলার খবর

শহিদ সকালে বাড়ছে গরম, কেমন থাকবে আবহাওয়া জানুন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার সকাল থেকেই আদ্রতার জেরে অস্বস্তি বেড়েছে জেলায়। সকাল ৮টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছুঁয়েছে ৮৮ শতাংশ। বৃষ্টি দেখা না দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এর জেরে গরমে ঘামছেন শহরবাসী। তবে স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আজ কলকাতায় প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের উপর। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিকে ২২ জুলাই শুক্রবার সকালের মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারিবৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

এবছর বর্ষার আগাম প্রবেশেও ঘাটতি বৃষ্টির। ১ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৬ শতাংশ। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪ শতাংশ। বৃষ্টিপাতের এই অভাব নিয়ে উদ্বিগ্ন অনেকে। এতে কৃষিকাজের ব্যাঘাত ঘটছে। তাই মাথায় হাত কৃষকদের। আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।

Advertisement