মেয়ের নাম প্রকাশ্যে আনলেন নিক-প্রিয়াঙ্কা
Connect with us

বিনোদন

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন নিক-প্রিয়াঙ্কা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলতি বছরের শুরুতেই মা হওয়ার কথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এই পুরো ব্যাপারটি নিজেদের মধ্যেই গোপন রাখতে চেয়েছিলেন নিক-প্রিয়াংকা দম্পতি। অবশেষে সন্তান হওয়ার একমাস পড়ে নিজেদের সন্তানের নাম প্রকাশ্যে আনলেন নিক দম্পতি।

যদিও এর আগে প্রিয়াঙ্কা-নিক জানিয়েছিলেন, তাঁদের সন্তানের নাম এখনও ঠিক করা হয়নি। পন্ডিতজি নাম রাখবেন প্রিনিকের মেয়ের। আর তারপরই বুধবার হলিউডের জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফে দাবি করে বলা হয়েছে যে, প্রিয়াঙ্কা-নিক তাঁদের মেয়ের নাম রেখেছেন মালতি ম্যারি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। মালতি সংস্কৃত শব্দ ও ম্যারি লাতিন শব্দ।

মালতির অর্থ ছোট সুগন্ধি ফুল বা চাঁদনি রাত। ম্যারি লাতিন শব্দ ‘স্টেলা মারিস’ থেকে এসেছে, যার অর্থ সমুদ্রের উপরের তারা। তবে শুধুমাত্র দুজনের সংস্কৃতি ধরে রাখতেই এই নাম রাখেননি প্রিয়াঙ্কা ও নিক। এই নামের মধ্যে জুড়ে রয়েছেন প্রিয়াঙ্কা ও নিকের মা।

Advertisement

আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপণ নিয়ে বিতর্ক, টুইটারে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অভিনেতা

চলতি বছরের জানুয়ারি মাসে সারোগেসিস পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিক দম্পতি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে, এই পুরো বিষয়টি তাঁরা অত্যন্ত গোপন রাখতে চান। এই সময় পরিবারের সঙ্গেই বেশি করে সময় কাটাতে চান তাঁরা।

আরও পড়ুন: সাবধান!! টলি পাড়ায় আবার ভূতের হানা !!

Advertisement

এদিকে মার্চ মাসে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া একটি লাইভ অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছিলেন যে, ”আমি তাকে দেখিনি। আমি এখানে আছি এবং সে এলএতে আছে। আমরা মাঝে মাঝে একবার ফেসটাইম করি। আমি মনে করি সে সুখী এবং আনন্দিত। আপাতত এইটুকুই বলতে পারি আমি। তবে বছরের মাঝামাঝি যখন আমি গিয়ে তার সঙ্গে দেখা করব। তখন আমি এটির আরও ভাল উত্তর দিতে সক্ষম হব।”