বাংলার খবর
জল থইথই উত্তরবঙ্গ, প্রাণের ঝুঁকি নিয়ে অন্তসত্ত্বা মহিলাকে উদ্ধার চেয়ারম্যানের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিজের জীবনের ঝুঁকি নিয়ে জলমগ্ন এলাকা থেকে অন্তসত্ত্বা মহিলা সহ ১ ৯০ বছরের বৃদ্ধাকে উদ্ধার করে আনলেন খোদ কাউন্সিলর নিজে।
জানা গিয়েছে, গত কয়েকদিনের বৃষ্টিতে জল থই-থই অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার। একই অবস্থা জলপাইগুড়িতেও। জলমগ্ন এই জেলার একাধিক অঞ্চল। এই অবস্থায় জলমগ্ন এলাকার বাসিন্দাদের উদ্ধার কাজে হাত লাগালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ কাউন্সিলর পৌষালী দাস সরকার।
জানা গিয়েছে, কিছু দিন ধরে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। অতিবৃষ্টির কারণে করলা নদী জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। যার ফলে বাড়তি সতর্কতা হিসেবে জারি রয়েছে লাল-হ্লুদ সতর্কতা।
আরও পড়ুন: এই জয় অনুপম দত্তের জয়, পানিহাটিতে জিতে বললেন স্ত্রী মীনাক্ষী
শুধু তাই নয়, জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনির ২৫ নং এবং ১, ৩ ,৬,৭,১২নং ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। বিভিন্ন এলাকার মানুষজন জলের মধ্যে আটকে রয়েছেন। কেউ কেউ উঠে আসতে পারলেও, কেউ কেউ ঘরের মধ্যে আটকে রয়েছেন।
আরও পড়ুন: নিভৃত বাস থেকে উঠবেন জগন্নাথ দেব, নবকলেবর উৎসবে মাতোয়ারা মাহেশ
বুধবার জলপাইগুড়ি জেলার জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে বের হন কাউন্সিলর সহ পুরসভার ভাইস-চেয়ারম্যান। সেই সময় চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় দেখতে পান এক বৃদ্ধ মহিলা বয়স আনুমানিক ৯০ বছর হবে। জবুথুবু হয়ে ঘরের একটি উঁচু জায়গায় বসে রয়েছেন। এরপর তিনি ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে এনে তাঁর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন।