ভুলে গিয়ছিলেন সতীর্থরা, জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মনে করালেন নওশাদ
Connect with us

বাংলার খবর

ভুলে গিয়ছিলেন সতীর্থরা, জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মনে করালেন নওশাদ

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভায় চলতি অধিবেশনের শুক্রবারই ছিল শেষ দিন। অধিবেশনের শেষ লগ্নে সৌজন্যের রীতি মেনে তখন চলছে ভোট অফ থ্যাঙ্কস। বিধানসভার অতি সাধারণ পরিবেশকেই অসাধারণ করে তুললেন এক বিধায়ক। তবে তিনি বিজেপির কোনও বিধায়ক নন। বলা যেতে পারে, শুক্রবার বিধানসভায় উপস্থিত শাসক দলের সমস্ত বিধায়ক, মন্ত্রীদের একেবারে ক্লিন বোল্ড করে দিলেন আইএফএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

শুক্রবারই ছিল মেদিনীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়ার ৫৩তম জন্মদিন। নিজেদের দলের বিধায়কের জন্মদিন বেমালুম ভুলে গিয়েছিলেন শাসক দলের অধিকাংশ বিধায়কই। অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন জুন মালিয়াও। বাদল অধিবেশনের শেষ দিনে ভোট অফ থাঙ্কস জানাতে বক্তব্য রাখতে উঠেই তৃণমূল বিধায়ক জুন মালিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তা দেখে রীতিমত অবাক হয়ে যান তৃণমূলের বিধায়ক, মন্ত্রীরা। এদিন বক্তব্য রাখতে উঠে প্রথমেই বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে নওশাদ বলেন, ‘আজ এই মহতি সদনের এক সদস্যার জন্মদিন। তিনি হলেন তৃণমূলের জুন মালিয়া। তাই ভোট অফ থ্যাঙ্কস পর্বে প্রথমেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই।’

নওশাদ এই কথাটা শেষ করার পরই বিধানসভার সকল সদস্যদের চোখ তখন ট্রেজারি বেঞ্চে বসে থাকা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার দিকে। হঠাৎ করে তৈরি হওয়া এই পরিস্থিতিতে কিছুটা অপ্রস্তুতে পড়ে যান জুন। লজ্জাও পেয়ে যান। এবং বিরোধী দলের একজন বিধায়ক হয়ে নওশাদ তাঁর জন্মদিনের কথা মনে রাখায় অবাক হন জনপ্রিয় অভিনেত্রীও। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নওশাদের শুভেচ্ছা গ্রহণ করে তাঁকে পাল্টা অভিনন্দনও জানান তিনি। সেই অবস্থাতেই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েন জুন। আর যিনি এই পরিস্থিতি তৈরি করার ‘নায়ক’, সেই নওশাদ সিদ্দিকী গোটা বিষয়টা উপভোগ করতে করতেই জুনের দিকে তাকিয়ে মৃদু হাসতে থাকেন। শুধু জুন নয়, গোটা ট্রেজারি বেঞ্চের নজর ছিল নওশাদের দিকেও।

Advertisement

তখন গোটা ট্রেজারি বেঞ্চ জুড়েই শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন। দলের একজন সেলিব্রিটি বিধায়কের জন্মদিন, তা খেয়াল না থাকায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান তৃণমূলের বিধায়করা। তার ওপর বিরোধী শিবিরের একজন বিধায়ক জুনকে সবার আগেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। এর মধ্যেই উঠে দাঁড়িয়ে জুনের দিকে তাকিয়ে সহাস্যে মন্ত্রী হুমায়ুন কবীর আবার বলে বসেন, ‘আমরা সব খবর কিন্তু পাচ্ছিনা।’ যদিও তারপরই গোটা ভবন জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের সেলিব্রেটি বিধায়ককে শুভেচ্ছা জানিয়েছেন।

অধিবেশন শেষে বিধানসভায় জুনের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় নওশাদ সিদ্দিকীকে। তখন আইএসএফ বিধায়ক বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাকটিভ। প্রতিদিন সকালেই আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম দেখি। আমার ফ্রেন্ডলিস্টে বেশ কয়েকজন বিধায়ক আছেন। আজ সকালে ফেসবুক ঘাঁটতে গিয়ে জানতে পারি যে আজ জুন মালিয়ার জন্মদিন। তখনই ঠিক করে নিই, আজ যেহেতু উনি বিধানসভায় থাকবেন, তাই সেখানেই তাঁকে শুভেচ্ছা জানাবো।’

 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.