দিলীপকে কঠোর শাস্তি-নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের
Connect with us

বাংলার খবর

দিলীপকে কঠোর শাস্তি-নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর এবং অপমানজনক মন্তব্য করার অভিযোগে দিলীপ ঘোষের গ্রেফতারি এবং নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়ার দাবি তুলল তৃণমূল। বৃহস্পতিবার বিকালে দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়ে রাজভবন থেকে বেরিয়ে এই দাবি করেছেন, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

গত মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলছেন তিনি বাংলার মেয়ে, আবার কখনও বলছেন তিনি গোয়ার মেয়ে।’ এই মন্তব্য করে তিনি রীতিমত মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের সুবিচার চাইতেই বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করেন ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধিদল। সেই প্রতিনিধি দলে ব্রাত্য বসু ছাড়াও ছিলেন, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ সাজেদা আহমেদ এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁরা রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁকে দ্রুত গ্রেফতার এবং নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার দাবি করেছেন।

রাজমহন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, রাজ্যপালের কাছে আজ আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। মরা মর্মাহত। বাবা মায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী কে দিলীপ ঘোষ যেভাবে আক্রমণ করেছেন তা আমরা তীব্র নিন্দা করছি। বিজেপির একজন সাংসদ হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন। তার প্রতিকার দরকার। আমরা রাজ্যপালকে দেখেছি বিভিন্ন বিষয়ে টুইট করতে। আমরা বলেছি, মুখ্যমন্ত্রীর এই অপমান নিয়ে যেন তিনি প্রকাশ্যে মতামত দেন। যেভাবে বাবা-মা কে টেনে জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, আমরা দিলীপ ঘোষের কঠিন শাস্তি দাবি করছি। নিঃশর্তে ক্ষমা চাইতে হবে তাঁকে। বিগত দিনে মা দুর্গাকে নিয়েও উনি বলেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছেন। আমরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছি।’

Advertisement

কুণাল ঘোষ বলেছেন, ‘আমরা আমাদের বক্তব্য রাজ্যপালকে জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে। বাবা-মা তুলে কথা বলা হয়েছে। রাজ্যপাল সব বিষয়ে টুইট করেন। আমরা চাই উনি এটাও দেখুন। আমরা কী আশা করব? রাজ্যপালের কথা তো বিজেপির কথার প্রতিফলন। ওঁনার কাজই বিজেপির পৃষ্ঠপোষকতা করা। কিন্তু আমরা দেখব। বল ওনার কোর্টে। আমরা দেখব উনি কী করেন। উনি কিছু বলেছেন, আমরাও কিছু বলেছি। আমরা সংবিধানের মধ্যে থেকে রাজনৈতিকভাবে তাঁর কাছে এসেছি। এবার উনি বিবেকের ডাকে সাড়া দেবেন, কী করবেন, সেটা দেখার।’