খেলা-ধূলা
স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ, ইস্টবেঙ্গলেরও ২ ফুটবলার পজেটিভ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আশঙ্কাই সত্যি হল। করোনার কারণে ওড়িশা এফসির পরে এবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচও স্থগিত হয়ে গেল। শনিবার সন্ধ্যায় গোয়ার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল।
আইএসএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন পরে এই ম্যাচটি হবে। সেই সূচি পরে জানিয়ে দেওয়া হবে। দলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শনিবারের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবুজ মেরুন শিবিরে করোনা হানা দেওয়ায় গত শনিবার ওড়িশার বিরুদ্ধে ম্যাও স্থগিত করে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এটিকে মোহনবাগানের মোট ৮ ফুটবলারের কোভিড রিপোর্ট পজিটিভ। রয় কৃষ্ণ, সন্দেশ জিঙ্ঘন আগেই পজেটিভ হয়েছিলেন। তারপর আরও দুই ফুটবলার পজেটিভ আসায় ওড়িশার বিরুদ্ধে ম্যাচ স্থগিত হয়ে যায়। গত সোমবার নতুন করে দলের আরও চার ফুটবলার পজেটিভ এসেছেন বলে জানা গিয়েছে। বাকি ফুটবলাররা হোটেলেই কোয়ারান্টিনে আছেন।
বেঙ্গালুরু এফসিতেও একাধিক ফুটবলার করোনা আক্রান্ত। করোনার ধাক্কায় জর্জরিত দুই শিবিরই। তাই ফুটবলারদের সুরক্ষার কথা ভেবে ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় লিগ কর্তৃপক্ষ। ইস্টবেঙ্গলেও থাবা বসিয়েছে করোনা। শোনা যাচ্ছে লাল-হলুদের ২ ফুটবলার পজেটিভ এসেছেন। শোনা যাচ্ছে বেশ কয়েকজন সাপোর্ট স্টাফও করোনা সংক্রমিত। আশঙ্কা করা হচ্ছে সংখ্যাটা ২ থেকে বাড়তেও পারে। গোয়ায় এসসি ইস্টবেঙ্গল দল যে হোটেলে আছে, সেই হোটেলের সাত কর্মী আগেই কোভিড পজেটিভ হন। তারপরেই গোটা দল কোয়ারেন্টাইনে চলে গিয়েছিল। তবুও ঠেকানো গেল না। ১৯ তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের। কিন্তু তার আগে আইএসএল স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। গোয়াতেও ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড। সূত্রের খবর, রবিবার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারে আইএসএল কর্তৃপক্ষ। দু’সপ্তাহ বা আরও বেশ কয়েকদিন আইএসএল স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।