বাংলার খবর
দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে দোমোহনীতে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার ময়নাগুড়ির দোমোহনীতে আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনার পর তিনদিন দিনরাত কঠোর পরিশ্রম করে পুণরায় দুর্ঘটনাগ্রস্ত রেলওয়ে ট্র্যাকে ট্রেনের কামড়া তুলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন রেলকর্মীরা।
বেলা ১ টা নাগাদ ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার ডি কে ত্রিপাঠী। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্ত রেললাইন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর উল্লসিত রেলকর্মীরাও। উত্তর-পূর্ব রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার ডি কে ত্রিপাঠী বলেছেন, ‘এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু ঘটেছে। যাঁরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের অবস্থাও উন্নতির দিকে। রেলওয়ে বিভাগ থেকে হতাহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ বাবদ যা দেওয়ার তা দিয়ে দেওয়া হয়েছে।
‘ শনিবার সকালেই ময়নাগুড়ির দোমোহনীতে রেল দুর্ঘটনাস্থলে আবারও পরিদর্শনে আসেন উত্তর-পূর্ব রেলওয়ে বিভাগের ডিভিশনাল ম্যানেজার ডি কে ত্রিপাঠী। তিনি আরও বলেন, ‘রেলকর্মী, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের টিম এবং জেলা প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা গিয়েছে। রেলকর্মীদের দিনরাত কঠোর পরিশ্রমের ফলে আজই বেলা ১ টার পর থেকে দুর্ঘটনাগ্রস্ত রেললাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে।’ এদিকে অক্লান্ত পরিশ্রমে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনতে সফল হওয়ায় উল্লসিত রেলকর্মীরা।