মোহালিতে জাড্ডু ধামাকা! দুরন্ত শতরানে কপিল দেবের ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন
Connect with us

খেলা-ধূলা

মোহালিতে জাড্ডু ধামাকা! দুরন্ত শতরানে কপিল দেবের ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মোহালিতে গর্জে উঠল রাজপুতের তরোয়াল। আর তাতেই ছিন্নভিন্ন হয়ে গেল শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক। রবীন্দ্র জাদেজার ১৭৫ রানের অপরাজিত ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে রানের এভারেস্টে চড়ে বসল ভারত। ৮ উইকেটে ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল ভারত। শুক্রবার শয়তানের গোড়া থেকে ফেরার রিসব পন্ত যেখানে শেষ করেছিলেন শনিবার সেখান থেকেই শুরু করলেন জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।

শুক্রবার যখন খেলা শেষ হয়েছিল, তখন ভারতের রান ছিল ছয় উইকেটে ৩৫৮। জাদেজা ৪৫ এবং অশ্বিন ১০ রানে অপরাজিত ছিলেন। শনিবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করেছিল জাদেজা এবং অশ্বিনের ব্যাট। ভারতের স্কোরবোর্ডও রকেট গতিতে এগোচ্ছিল। নিজের অর্ধশতরানের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাদেজাকে। অর্ধশতরান করে ফেলেন অশ্বিনও। তাঁরা যে গতিতে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিল দু’জনেই আজ সেঞ্চুরি পেয়ে যাবেন। কিন্তু তখনই ‘কাহানি মে টুইস্ট’। ৮২ বলে ৮ বাউন্ডারি সাহায্যে ৬২ রান করে লাকমলের বলে প্যাভিলিয়নে ফিরলেন অশ্বিন। জাড্ডু-অশ্বিন জুটিতে উঠল ১৩২ রান। পার্টনার ফিরে গেলও জাদেজাকে থামানো সম্ভব হয়নি শ্রীলঙ্কার বোলারদের পক্ষে কেরিয়ারের দ্বিতীয় শতরান তো করলেনই, ভারতকেও রানের পাহাড়ে পৌঁছে দিলেন। শেষে মহম্মদ শামির (২০ অপরাজিত) সঙ্গেও করলেন১০৩ রানের পার্টনারশিপ করলেন। এদিন কেরিয়ারের প্রথম দ্বিশতরানও পেয়ে যেতে পারতেন জাদেজা।

কিন্তু তার আগেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন রোহিত শর্মা। আর সেই নিয়ে বিতর্কও শুরু হয়ে গিয়েছে। রোহিত এবং কচি দ্রাবিড়ের সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। রোহিতের এই সিদ্ধান্ত মনে করিয়ে দিচ্ছে রাহুল দ্রাবিড়কে। ভারতীয় দলের বর্তমান কোচ তৎকালীন অধিনায়ক ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে যখন ইনিংসের সমাপ্তি ঘোযণা করেন, তখন শচীন তেন্ডুলকর অপরাজিত ছিলেন ১৯৪ রানে। এবারও সেই একই বিতর্ক। আর এবারেও বিতর্কের মধ্যে জড়িয়ে গেলেন রাহুল দ্রাবিড়। ব্যক্তিগত স্বার্থকে নয়, দলের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা হয়তো যুক্তি হিসেবে খাড়া করবেন রোহিত এবং দ্রাবিড়। কিন্তু দ্বিশতরান করার সুযোগ তো আর বারবার আসে না। জাদেজার সেই অপেক্ষাটা বাড়ল। ২২৮ বলে জাদেজার অপরাজিত ১৭৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১৭টি বাউন্ডারি ও ৩ ওভারবাউন্ডারিতে। এদিন বেশ কয়েকটি রেকর্ড হল। শতরান করে কপিল দেবের ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন জাদেজা। ভারতের হয়ে টেস্টে সাত নম্বরে ব্যাট করতে নেমে এক ইনিংসে সর্বোচ্চ রান করলেন। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই টেস্টে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৬৩ রান করেছিলেন কপিল দেব। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ঋষভ পন্থ।

Advertisement

২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৫৯ রান করেছিলেন তিনি। আরও একটি রেকর্ড হল। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে এই টেস্টে তিনটি শতরানের জুটি হল ভারতের। তিনটি জুটিতেই ছিলেন জাদেজা। প্রথমটি পন্থের সঙ্গে ১০৪ রানের। তার পরের উইকেটেই রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ১৩০ রানের এবং মহম্মদ শামির সঙ্গে নবম উইকেটে ১০৩ রান করেন জাদেজা। এই রেকর্ডও ভারতের প্রথম বার। ব্যাটের পরে বল হাতেও সফল জাদেজা। বল করতে এসে প্রথম ওভারেই লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে ২৮ রানের মাথায় সাজঘরে ফেরান তিনি। যদিও তার আগেই অপর ওপেনার লাহিরু থিরুমানেকে (১৭) ফিরিয়ে শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত আনেন অশ্বিন। এরপর পথুম নিসঙ্কের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু ২২ রানের মাথায় তাঁকে আউট করেন বুমরা। ধনঞ্জয় ডি-সিলভাকে (১) আউট করেন অশ্বিন। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ১০৮। এখনও ৪৬৬ রানে এগিয়ে রয়েছে ভারত।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.