বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

বাংলার খবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার দিনভর চর্চা ছিল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন নিয়ে। প্রত্যাশা মতোই চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।

রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী হলেন সর্বভারতীয় সহসভাপতি। একইসঙ্গে তৃণমূলের ওয়ার্কিং কমিটি এখনও গঠন না হওয়ায় আপাতত দলের সাংগঠনিক কাজ দেখাশোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যশবন্ত সিনহা, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সুব্রত বক্সীকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করার পরই একাধিক প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই।

সুব্রত বক্সী যদি সর্বভারতীয় সহ-সভাপতি হন দলের, তাহলে নতুন রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে বাড়ছে আগ্রহ। অনেকেই দু’টি আসনেই সুব্রত বক্সীকে ভাবছেন। কিন্তু সেক্ষেত্রে পাল্টা যুক্তি হল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, তৃণমূলে ‘এক ব্যক্তি একপদ নীতি’ বাস্তবায়িত হবে। আর কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্কিং কমিটি ঘোষণা করবেন। আর তখনই বোঝা যাবে কে কোন পদে আসতে চলেছেন। সব মিলিয়ে আগামী দিনে তৃণমূল সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হয়ে ওঠে এই নির্বাচনের হাত ধরে, সেটাই এখন দেখার।

Advertisement