মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিলেন না প্রধানমন্ত্রী, বাণিজ্য সম্মেলনে আসছেন না নরেন্দ্র মোদি
Connect with us

রাজনীতি

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিলেন না প্রধানমন্ত্রী, বাণিজ্য সম্মেলনে আসছেন না নরেন্দ্র মোদি

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ ও ২১ এপ্রিল নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে দেশ-বিদেশ ও রাজ্যের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। থাকবেন আদানি সহ দেশের প্রথম সারির শিল্পপতিরা। এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারিভাবে কিছু জানানো না হলেও প্রধানমন্ত্রী আসছেন না বলেই খবর।

ইতিমধ্যেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণপত্র বিলি করার কাজ শুরু হয়ে গিয়েছে। সেই আমন্ত্রণপত্রে রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্রের নাম থাকলেও প্রধানমন্ত্রীর নাম নেই। তার থেকেই স্পষ্ট যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী। গত বছর দিল্লি সফরে গিয়ে গত ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে এই বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি আসবেন বলে কথা দিয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। সেই কারণে সম্মেলনের আমন্ত্রণপত্র ছাপাতে এবং বিলি করতে পারছিল না রাজ্য সরকার। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর উপস্থিত না থাকতে পারার বিষয়টি রাজ্যকে জানানো হয়। তারপরই প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়েই আমন্ত্রণপত্র ছাপিয়ে বিলির প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার।

আরও পড়ুন – আন্তর্জাতিক ট্রাক পরিবহনের করকাঠামোর সরলীকরণ, নয়াচর-সিলিকন ভ্যালি নিয়ে বড় ঘোষণা সরকারের

Advertisement

জানা গিয়েছে, একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই তিন দিনের জন্য গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভবত সেই কারণেই তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকতে পারছে না বলেই মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর না আসার পিছনে আরও বেশ কিছু কারণ ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। গত বছরের নভেম্বরে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসার আমন্ত্রণ জানিয়ে আসার পরই রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে না আসার আবেদন জানানো হয়েছিল। রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য ছিল, রাজ্যের শাসক দল যেভাবে তাদের কর্মী, সমর্থকদের ওপর আক্রমণ করছে, সেই অবস্থায় যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিশ্ববাণিজ্য সম্মেলনে উপস্থিত হন তাহলে রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকদের মনবলে আঘাত লাগতে পারে। শুধু তাই নয়, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটি বাংলা সফর চেয়েছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।

আরও পড়ুন – বড় ঘোষণা, রাজ্য স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর নিয়োগ

সেটাও হয়নি। তাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা বঙ্গ বিজেপির চাপেই শেষ মুহূর্তে বাণিজ্য সম্মেলনে যোগ দিলেন না প্রধানমন্ত্রী। এদিকে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ঘিরে সাজো সাজো রব বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। দেশ বিদেশ থেকে আগত শিল্পপতিদের স্বাগত জানাতে বিশেষ আয়োজন করা হয়েছে বিমান বন্দরে। রাজ্য, দেশের পাশাপাশি আমেরিকা, জাপান, বাংলাদেশ, সিঙ্গাপুর থেকেও শিল্পপতিদের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। গোটা অনুষ্ঠানের তদারকির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকাল চারটেয় বিশ্ববাংলা মিলনমেলা প্রাঙ্গণে বাণিজ্য সম্মেলনকে নিয়ে একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে ইতিমধ্যেই আগত রাজ্য ও দেশের শিল্পপতিদের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি নৈশভোজের আয়োজনও করা হয়েছে। বুধবারের বাণিজ্য সম্মেলনে যাতে কোনরকম ফাঁকফোকর না থাকে, তার তদারকি করতে মঙ্গলবার রাতে ইকো-ট্যুরিজমের আইল্যান্ড পার্কে মুখ্যমন্ত্রী থাকবেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সরকার।

Advertisement

আরও পড়ুন –  সকাল সকাল মা উড়ালপুলে আগুন, যানজটে চরম ভোগান্তি যাত্রীদের

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.