আন্তর্জাতিক
যে কোনও মুহূর্তে পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে কিমের দেশ! আশঙ্কা আমেরিকার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব কড়া ভাবেই দিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। দেশে খাদ্য সংকট চলছে, করোনার দাপট অব্যাহত। তবুও সেদিকে ভ্রুক্ষেপ নেই কিমের। উল্টে আমেরিকা ও প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে যোগ্য জবাব দিতে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলেন কিম। তার মাধ্যমেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে কিম পাল্টা জবাব দিলেন বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এর আগে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ ভাবে শেষ সামরিক মহড়া করেছিল ২০১৭ সালে। প্রায় পাঁচ বছর পর ফের যৌথ মহড়ায় অংশ নিল দুই দেশ। তার পরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কিমের দেশ পাল্টা হুঁশিয়ারি দিল।
সুং কিম নামে এক মার্কিন প্রতিনিধি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এবার সপ্তম পারমাণবিক অস্ত্র পরীক্ষাও করতে চলেছে উত্তর কোরিয়া। তিনি এও জানিয়েছেন, ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষারও ইঙ্গিত দিয়েছে। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঠিক সময় নির্দিষ্ট করে জানাতে না পারলেও তিনি জানিয়েছেন যে কোনও মুহূর্তে এই পরীক্ষা চালাতে পারে কিমের দেশ। এই নিয়ে আমেরিকা ও তার মিত্র দেশগুলো কী পদক্ষেপ নেবে সেই নিয়েও নির্দিষ্ট করে কিছু জানাননি ওই মার্কিন প্রতিনিধি। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে রাষ্ট্রসঙ্ঘে আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই জানিয়েছেন সুং কিম। উত্তর কোরিয়ার এই মিসাইল পরীক্ষা নিয়ে আমেরিকা প্রতিবাদ জানালেও চীন ও রাশিয়া কোনও প্রতিক্রিয়া দেয়নি। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন আমেরিকা। তবে কিমের দেশকে এই পরীক্ষা থেকে বিরত করতে ভবিষ্যতে চীন এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধি।
উত্তর কোরিয়া যে গোপনে পারমাণবিক শক্তি বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে, সেই অভিযোগ অনেক দিন ধরেই উঠছে। ২০০৬ সালে প্রথম উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে। তার ১১ বছর পর আবারও তারা পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল বলে জানা গিয়েছিল। আবারও উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চলেছে বলেই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রতিনিধি। পারমাণবিক শক্তিতে আমেরিকাকে টেক্কা দেওয়াই যে উত্তর কোরিয়ার লক্ষ্য, তাতে কোনও সন্দেহ নেই।
ওই মার্কিন প্রতিনিধির দাবি, গত ৫ জুন উত্তর কোরিয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটটি ব্যালিস্টিক মিশাইল উৎক্ষেপণ করেছে। চলতি বছরে এখনও পর্যন্ত তারা রেকর্ড ৩১টি মিসাইল উৎক্ষেপণ করেছে। এর আগে ২০১৯ সালে ২৫টি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণই কিমের দেশের এক বছরে সর্বাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল।