মাঝ আকাশে অসুস্থ পাইলট, মিরাকেল ঘটালেন সহযাত্রী
Connect with us

আন্তর্জাতিক

মাঝ আকাশে অসুস্থ পাইলট, মিরাকেল ঘটালেন সহযাত্রী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এ যেন ঠিক সিনেমার দৃশ্য। চলন্ত ফ্লাইটের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন পাইলট। তারপর ধীরে-ধীরে নিজের বুদ্ধিমত্তা দিয়ে প্লেনটিকে নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করালেন ওই প্লেনে সওয়ার এক যাত্রী।

সাধারণ একজন যাত্রী কীভাবে প্লেনের স্টিয়ারিং-এ হাত দিলেন? তাও আবার সফলভাবে বিমানবন্দরে প্লেনটিকে বিমানবন্দরে অবতরণও করিয়ে দিলেন! ভাবতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনার সাক্ষী সুদূর মার্কিন মুলুকের ফ্লোরিডাগামী একটি প্লেনের যাত্রীরা।

এই বিষয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, আমেরিকার বাহামা থেকে ‘সেসনা ২০৮’ নামের উড়ান যাত্রা শুরু করার পর মাঝ আকাশে ওই বিমানের চালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ছোটো ওই বিমানটি মাত্র ৩৬ জন আসনবিশিষ্ট। এই অবস্থায় আচমকা পাইলট অসুস্থ হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানের সহযাত্রীরা।

Advertisement

জানা গিয়েছে, শেষপর্যন্ত এক যাত্রীর বুদ্ধিমত্তার জেরে প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের সবাই। শুধু তাই নয়, নিরাপদে বিমান বন্দরে অবতরণ করানো গিয়েছে বিমানটিকে। জানা গিয়েছে, বিমানের পাইলট অসুস্থ এই খবর শুনে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের অফিসারদের মাথায় হাত পড়ে যায়। বলছে কী? বিমানকে কি আদৌ নিরাপদে অবতরণ করানো যাবে? বিমানের ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানের হিন্দু মন্দিরে হামলার অভিযোগ, পাঁচ বছরের কারাদন্ডের নির্দেশ ২২ জনকে

এরপর রজার নামের ওই যাত্রীকে বিমানের পজিশন জানতে চেয়ে এয়ার ট্র্যাফিক প্রশ্ন করেন। উত্তর আসে ‘আমি কিছুই বুঝতে পারছি না।’ ওই যাত্রী আরও বলেন, ”আমি শুধু সামনে ফ্লোরিডার সমুদ্রতট দেখতে পাচ্ছি।’

Advertisement

এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের অফিসার রবার্ট মরগান একজন দক্ষ পেশাদার। কন্ট্রোলে যখন ইমার্জেন্সি ফোন আসে, মরগান ওয়ার্ক স্টেশনে ছিলেন না। খবর পেয়ে তড়িঘড়ি কন্ট্রোল রুমে ফিরে গিয়ে দেখেন এই অবস্থা। কথায় কথায় জানতে পারেন ওই যাত্রী কখনও বিমান না উড়িয়ে থাকলেও পাইলটের পাশে বসে দেখেছেন।

এরপর মরগান ‘সেসনা ২০৮’ উড়ানে কখনও ফ্লাই করেননি। ড্যাশবোর্ডের ম্যানুয়াল খুলে একের পর এক নির্দেশ দিতে থাকেন বিমানের ওই যাত্রীকে। বিমানের ডানার ভারসাম্য ধরে রাখতে বলেন। ফ্লোরিডার উপকূল রেখা ধরে উত্তর অথবা দক্ষিণ দিকে উড়ানের মুখ রাখতে বলেন। কন্ট্রোল প্যানেল ধরে রেখে খুব ধীরে ধীরে উচ্চতা কমাতে বলেন।

আরও পড়ুন: মুহুর্তের মধ্যে হরপা বানে তলিয়ে গেল হাসানাবাদ সেতু, ভয়ঙ্কর কাণ্ড প্রতিবেশী দেশে

Advertisement

এরই মধ্যে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বিমানটির অবস্থান বুঝে নেয়। মাঝ আকাশের এই টানটান নাটক, রুদ্ধশ্বাস পরিস্থিতি শেষ হয় পাম বিচ আন্তর্জাতিক বিমান বন্দরে। মিরাকল সম্ভব হয়। একদিনও বিমান না চালিয়েও ওই যাত্রী বিমানটিকে নিরাপদে রানওয়েতে নামিয়ে আনেন। রবার্ট মরগানের টিম বলছে দশের মধ্যে দশ নম্বর পেয়েছেন ওই যাত্রী। সত্যিই মিরকলই বটে। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.