আন্তর্জাতিক
নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন ইমরান খান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ গিয়ে পড়ল এবার প্রতিবেশী দেশ পাকিস্তানেও। হজরত মহম্মদকে অপমান, ইসলামের অবমাননা করার অভিযোগে এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন ইমরান খান।
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক ই-ইনসাফ দলের নেতা ইমরান খান বলেন, ”প্রফেটকে নিয়ে বিদ্বেষ মূলক মন্তব্য করায় পাকিস্তান সহ সারা বিশ্বের উচিত ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং ভারতের জিনিস বয়কট করা”। বুধবার ইসলাবাদে আইনজীবীদের একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নবী বিতর্কে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ছেদের উপর জোর দেন তিনি।
তিনি বলেন, ”ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উস্কানি ও ঘৃণার রাজনীতি করছে মোদী সরকার।” অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে ভারতের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের আহ্বান জানান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের কড়া সমালোচনা করেছেন।
আরও পড়ুন: যে কোনও মুহূর্তে পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে কিমের দেশ! আশঙ্কা আমেরিকার
অন্যদিকে, একটি টুইটে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিজেপি মুখপাত্রের মন্তব্যের নিন্দা করেছেন। ইসলামাবাদে ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সের কাছে একটি কড়া ডিমার্চ জারি করে এবং নবীর বিরুদ্ধে মন্তব্যকে “সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।”
এদিকে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ (ওআইসি) এর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ”ভারত সমস্ত ধর্মকে ‘সর্বোচ্চ সম্মান’ দেয় এবং ৫৭-সদস্যের গোষ্ঠীর বিবৃতি তার “বিভাজনমূলক এজেন্ডা” প্রকাশ করেছে যা অনুসরণ করা হচ্ছে।”
আরও পড়ুন: বালুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মৃত ২২
উল্লেখ্য, ইতিমধ্যে নবী বিতর্কে কুয়েত সহ ১০টি ইসলামিক দেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ করা হয়েছে। চড়েছে বিরোধিতার সুরও। কুয়েতে সুপারমার্কেটগুলি থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্যে।