সারা বিশ্বকে শান্তির বার্তা দিতে সাড়ে ৬ হাজার কিমি পথ পায়ে হেঁটে হজ যাত্রা
Connect with us

আন্তর্জাতিক

সারা বিশ্বকে শান্তির বার্তা দিতে সাড়ে ৬ হাজার কিমি পথ পায়ে হেঁটে হজ যাত্রা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ ‘হজ’। শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম ব্যক্তিরাই হজে অংশগ্রহণ করেন। সব মুসলিমদেরই জীবনে অন্তত একবার হজ করা উচিত। হজ করলে সব পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। আর এই হজ পালনের জন্য প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ হেঁটে সৌদি আরব পৌঁছলেন এক হজ তীর্থযাত্রী।

জানা গিয়েছে, আদতে ইরাকি বংশোদ্ভূত ব্রিটেনের বাসিন্দা অ্যাডাম মহম্মদ (৫২) হজ পালনের উদ্দেশে পায়ে হেঁটে গত ১ অগাস্ট ২০২১ সাল থেকে ব্রিটেন থেকে যাত্রা শুরু করেছেন। প্রায় ১১ মাসের এই যাত্রা শেষ করে অবশেষ মুসলিমদের পবিত্র তীর্থক্ষেত্র মক্কায় এসে পৌঁছেছেন তিনি।

অ্যাডাম তাঁর এই সুদীর্ঘ যাত্রাপথে গত ১১ মাস ধরে অতিক্রম করেছেন সাড়ে ৬ হাজার কি.মি পথ। সৌদি আরবে পৌঁছনোর আগে পিছনে ফেলে এসেছেন নেদারল্যাণ্ড, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সাইবেরিয়া, বুলগেরিয়া, তুর্কি, লেবানন ও জর্ডন। অতিক্রম করেছেন অনেকগুলি মহাদেশও। অবশেষে পৌঁছেছেন নিজের লক্ষে। গন্তব্য হজে।

Advertisement

আরও পড়ুন: ফের বন্দুকবাজের হামলা, শ্যুটআউটে নিহত ১৪

অ্যাডাম প্রতিদিন গড়ে ১৭.৮ কিমি পথ অতিক্রম করেন এবং ৩০০ কেজি ওজনের একটি বাড়িতে তৈরি কার্টের গাড়ি তাঁর সঙ্গে ছিল। ঐ ঠেলা গাড়িতে ইসলামিক তেলাওয়াত এবং তাঁর ব্যক্তিগত জিনিসপত্রের সঙ্গে স্পিকার লাগানো ছিল। শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য।

তিনি নিজের জন্য একটি GoFundMe পৃষ্ঠাও সেট করেছিলেন। তিনি লিখেছেন, ”আমি শুধু খ্যাতি বা অর্থের জন্য এ সব করছি না, বরং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে যে, আমরা মানুষ আমরা সবাই আমাদের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমান এবং আমাদের ধর্ম ইসলাম যে শান্তি ও ঐক্যের বার্তা দেয় তা ছড়িয়ে দিতে চাই”। এই আত্মা-অন্বেষণের ফলেই তাঁর এই যাত্রার সিদ্ধান্ত। পথিমধ্যে লোকেরা তাকে যে ভালোবাসা দিয়েছিল তাতে তিনি অভিভূত হয়েছিলেন। তিনি TikTok-এ তার যাত্রার সম্প্রচার করেছেন এবং প্রায় অর্ধেক মিলিয়ন ফলোয়ার তৈরি করেছেন।

Advertisement

আরও পড়ুন:রাষ্ট্রপতির বিছানায় আমআদমি! প্রেসিডেন্টিয়াল প্যালেস সেরা ‘ট্যুরিস্ট স্পট’ লঙ্কাবাসীর

উল্লেখ্য, হজ করলে জীবনের সব পাপ ধুয়ে যায় বলে ইসলাম ধর্মের প্রচলিত বিশ্বাস। হজ করলে আল্লাহের কাছাকাছি পৌঁছনো যায় বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ধুল হিজ্জা মাসের সপ্তম দিনে হজে পৌঁছতে হয়। হজের প্রথম দফায় তীর্থযাত্রীদের ইরহাম ধারণ করতে হয়। ইরহাম হল সাদা রঙের সেলাই না করা বস্ত্রখণ্ড। পুরুষরা ইরহাম পরলেও মহিলারা তাঁদের সুবিধামতো পোশাক পরতে পারেন, তবে হিজাব দিয়ে মাথা ঢাকার প্রথা পালন করতে হয়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.