রান্নাবাটি
ছোলার ডাল উইথ চিকেন এক্ষুনি বানিয়ে ফেলুন নতুন পদ্ধতিতে
শুধু পরুন এবং সঠিক ভাবে বানিয়ে পরিবারের সঙ্গে বসে আড্ডার সময় খান

বেঙ্গল এক্সপ্রেসঃ ছোলার ডাল উইথ চিকেন বানানোর সহজ উপায় এখন হাতের কাছেই। শুধু পরুন এবং সঠিক ভাবে বানিয়ে পরিবারের সঙ্গে বসে আড্ডার সময় খান।
উপকরণ :
ছোলার ডাল ১ কেজি,
মাংস (হাড়সহ) ২ কেজি,
আদাবাটা ১ টেবিল চামচ,
রসুনবাটা দেড় টেবিল চামচ,
সাদা সরিষাবাটা ১ টেবিল চামচ,
নারিকেল সর্ষে পেস্ট ২ টেবিল চামচ,
পেঁয়াজবাটা ১ কাপ,
পেঁয়াজ কুচি আধা কাপ,
জিরা গুরো ১ টেবিল চামচ,
ধনে গুরো ১ টেবিল চামচ,
হলুদ গুরো ১ টেবিল চামচ,
মরিচ গুরো ২ টেবিল চামচ,
গরমমসলা পরিমাণমতো,
সয়াবিন তেল ১ কাপ এবং লবণ,
কাঁচা লংকা ও টমেটো পরিমাণমতো,
চিনি ১ টেবিল চামচ ।
প্রণালি :