খেলা-ধূলা
গোয়ার রাজনীতি জমিয়ে দিলেন শরদ পাওয়ার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ২০২৪ সালের সেমিফাইনাল বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, পাঁচ রাজ্যের মধ্যে উত্তর প্রদেশে, পঞ্জাব, গোয়া, মনিপুর এবং উত্তরাখণ্ডে নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে উত্তর প্রদেশ যার দিল্লি তার।
সুতরাং সারা দেশবাসীর নজর থাকবে এই নির্বাচনে। এছাড়াও আরও একটি রাজ্যে ওপর দেশের মানুষের নজর থাকবে। সেটা হল গোয়া। পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পর সারা দেশে সংগঠন বৃদ্ধি করার চেষ্টা করছে তৃণমূল। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তার মধ্যে অন্যতম গোয়া। আগামী ফেব্রুয়ারি মাসেই গোয়ার বিধানসভা নির্বাচন।
প্রত্যেক রাজনৈতিক দল গোয়া দখলের জন্য রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগিয়ে চলছে। তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক শক্তি যথেষ্ট বৃদ্ধি করেছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো, লিয়েন্ডার পেজ সহ বেশ কিছু পরিচিত মুখকে সামনে এনেছে। কিন্তু বিরোধী ভোট ভাগ হলে বিজেপি আবার ক্ষমতায় আসতে পারে। তাই বিরোধী ভোট একজোট করতে মাঠে নামলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। গোয়ায় মহাজোট করার জন্য তৃণমূল এবং কংগ্রেসকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চলেছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গোয়ার রাজনীতির খেলা জমিয়ে দিলেন শরদ পাওয়ার।