বাংলার খবর
নির্বাচন হতে যাওয়া ৪ পুরনিগমের করোনা পরিস্থিতির তথ্য রাজ্যকে ৪৮ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ আদালতের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগম আসানসোল, চন্দননগর, বিধান নগর এবং শিলিগুড়িতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২৫ জানুয়ারি ভোট গণনা। ভয়াবহ কোভিড পরিস্থিতির মধ্যে ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
চার পুরভোট পিছনোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। এই করোনা পরিস্থিতিতে কীভাবে ভোট করা সম্ভব, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। রাজ্যের ওই চার পুরসভায় কোথায়, কত সংক্রমণ হয়েছে, কতগুলি কন্টেনমেইন্ট জোন রয়েছে, সে বিষয়েও রাজ্যের কাছে তথ্য চেয়েছে কলকাতা হাই কোর্ট। মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য এদিন আদালতে দাবি করেছেন, এই চার পুর নিগমের মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছিল।
\প্রশাসকরাই কাজ চালাচ্ছেন। তাই ভোট কিছুদিন পিছিয়ে গেলে কোনও সাংবিধানিক সংকট তৈরি হবে না। মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিয়েছে। সেই প্রসঙ্গ টেনেই মামলাকারীর অপর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিথি নক্ষত্র ও নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই গঙ্গাসাগর মেলা হয়। কিন্তু ভোটের করতে সে রকম কোনও বাধ্যবাধকতা নেই। তাই পুরভোট পিছলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে রাজ্য সরকার কঠোর কোভিড বিধি-নিষেধ জারি করলেও নির্বাচনের ক্ষেত্রে কোনও রাজনৈতিক দলই কমিশনের বিধি নিষেধ মানছে না। তাই তাঁর যুক্তি, এই সময়ে ভোট হলে করোনার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।