বাংলার খবর
চা বাগানের মালিকানা নিয়ে বিবাদ, চলল গুলি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার ২০ একর একটি চা বাগান। দীর্ঘদিন ধরেই এই চা বাগানের মালিকানা নিয়ে বিবাদ। এক মালিকের দখলে থাকলেও অন্যপক্ষ তা মানতে রাজি নয়। বহুদিন ধরেই মামলা মোকদ্দমা এবং জবর দখলের চেষ্টা চলছে।
কিন্তু মঙ্গলবার এই জমি দখল নিয়েই রণক্ষেত্র হয়ে উঠল চোপড়া। প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলেও পরে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ওপর লাঠি নিয়ে চড়াও হয়। তার পরই চলে গুলি। এরপর দুই গোষ্ঠীর মধ্যে বোমা-গুলির লড়াই শুরু হয়। গোটা এলাকা রণক্ষেত্রর চেহারা নেয়। খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। দুই গোষ্ঠীর বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় পুলিশি টহলদারি শুরু হলে বোমা-গুলির লড়াই থামে।
কিন্তু এখনও থমথমে রয়েছে গোটা এলাকা। এই ঘটনায় একজন গুরতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। চোপড়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করেছে। এলাকায় পুলিশি পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।