বাংলার খবর
জম্মু কাশ্মীরে কাজে গিয়ে ধসে প্রাণ গেল বাংলার ৫ শ্রমিকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জম্মু-কাশ্মীরে ট্যানেল ধ্বসে মৃত্যু হয়েছে ধুপগুড়ির ৫ জন তরতাজা যুবকের।
মঙ্গলবার সকালে সড়কপথে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২নং গ্রাম পঞ্চায়েতের ভগবান পাড়ায় এসে পৌঁছেছে মৃত শ্রমিক যাদব রায় ও গৌতম রায়ের নিথর দেহ। শবদেহ গ্রামে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা।
শেষবারের মতো নিজের গ্রামের ছেলেকে দেখতে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ। পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা চাইছে সরকার যাতে পরিবারগুলোর পাশে থাকে। পাশাপাশি আর্থিক সহায়তার দাবি করছেন সকলে। এদিকে কান্নায় অসুস্থ হয়ে পড়েছেন পারিবারের কয়েকজন।
আরও পড়ুন: অর্জুন দল ছাড়তেই ঘরে ও বাইরে শুভেন্দুকে নিয়ে তীব্র অসন্তোষ
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের রামবানে টানেল নির্মাণের কাজ করার জন্য গত ৩ মে ধুপগুড়ি থেকে রওনা হন ১১-১২ জন শ্রমিক। বৃহস্পতিবার রাতে ওই টানেলে ধস নামে। মারা যান পাঁচ শ্রমিক। কাজ করতে গিয়ে কয়েকদিনের মাথায় এমন বীভৎস দুর্ঘটনা কল্পনা করতে পারেনি কেউ। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আরও পড়ুন: লাল গোলাপের মালা পরিয়ে অর্জুনকে বুকে টেনে নিলেন মদন মিত্র
কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। মঙ্গলবার তাঁদের মৃতদেহ এসে পৌছায় গ্রামে, এরপরই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। শেষবারের মতো নিজের গ্রামের ছেলেকে দেখতে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ।