বাংলার খবর
ফের বউবাজারের বাড়িতে ফাটল, কাঠগড়ায় মেট্রো কর্তৃপক্ষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২-৩ দিন ধরেই কাঁপছিল বাড়ি। বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফের দেখা গেল ফাটল। তার জেরে আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আড়াই বছর আগেও একই কারণে বাড়ি ছাড়তে হয়েছিল বহু মানুষকে। বৃহস্পতিবার সকালে দুর্গা পিতুরি লেন এলাকা পুলিশ ঘিরে রেখেছে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এমনকী মেট্রো রেলের কাজও বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: জলের নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ! জানুন বিস্তারিত
স্থানীয় সূত্রে খবর, মেট্রোর কাজ চলাকালীন বুধবার রাতে কমপক্ষে ১০টি বাড়িতে ফাটল দেখা দেয়। বাড়িগুলির পাশাপাশি রাস্তাতেও ফাটল ধরেছে। ফলে আতঙ্কে বাড়ি ছাড়তে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, ২০১৯ সালে একইভাবে এলাকার বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। সেই সময় অন্তত দু তিন মাস ধরে তারা হোটেলে ছিলেন। তারপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে বাসিন্দাদের দাবি এদিন বাসিন্দারা যখন দলে দলে বাড়ি থেকে বেরিয়ে আসছেন তখনও দেখা যায়নি মেট্রোর আধিকারিকদের। পরে এলাকায় পৌঁছান মেট্রো আধিকারিকরা ও স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। আধারকার্ড সহ যে পরিচয়পত্রগুলি রয়েছে সেগুলি নিয়ে বেরিয়ে আসার জন্য বাসিন্দাদের অনুরোধ করা হয়।
এদিকে, মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, তারা এলাকাবাসীদের হোটেলে রাখার বন্দোবস্ত শুরু করেছে। রাতে এলাকার বহু বাসিন্দাই ব্যাগে দরকারি জিনিসপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। অনেকেই হোটেলে আশ্রয় নেন। পুলিশ এবং কলকাতা পুরসভার কর্মীরা মাইকে প্রচার করে ফাটল ধরা বাড়িগুলির বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করেন।