বাংলার খবর
ফের বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরই তাঁকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। রাতেই কথা হয় চিকিৎসকদের সঙ্গে। বৃহস্পতিবারই সকালে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তাঁর। তাঁর হৃদযন্ত্রে ব্লক আছে কি না তা-ও শীঘ্রই পরীক্ষা করে দেখা হবে। রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসক।
আরও পড়ুন: যাত্রীবাহী বিমানে আগুন! ভাইরাল ভিডিও
উল্লেখ্য, গোরু পাচার মামলা ও ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে একাধিকবার তলব করেছে সিবিআই। কিন্তু, একাধিকবার তলবের পরও সিবিআইয়ের মুখোমুখি হননি তৃণমূলের এই দাপুটে নেতা। এই প্রেক্ষাপটে এসএসকেএম হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন অনুব্রত মণ্ডল। সম্প্রতি চিকিৎসার পর কলকাতার বাড়িতে ফেরেন অনুব্রত। এরপর ফের বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে হাজিরার নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু, ফের সিবিআইয়ের তলব এড়ান তৃণমূলের ‘কেষ্ট’। হাসপাতালে ছাড়া পাওয়ার পর চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, এ কথাই বলেছেন অনুব্রতর আইনজীবী।
আপাতত সিবিআইয়ের কাছে ৪ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অনুব্রত। কিন্তু তাঁর মাঝেই ফের বুকে ব্যথায় ভুগছেন অনুব্রত মণ্ডল। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে নার্সিংহোমে ঢোকেন অনুব্রত। চিকিৎসকরা একাধিক পরীক্ষা নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই অনুযায়ী চলছে পরীক্ষা।