গণতন্ত্র ধ্বংস করছে বিজেপি, মহারাষ্ট্র নিয়ে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি মমতার
Connect with us

বাংলার খবর

গণতন্ত্র ধ্বংস করছে বিজেপি, মহারাষ্ট্র নিয়ে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি মমতার

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে প্রবল রাজনৈতিক সঙ্কট চলছে। চরম সংকটের মধ্যে রয়েছে শিবসেনা। এই ডামাডোলের মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ভব ঠাকরের হয়ে সুবিচার দাবি করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বেআইনিভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এখন মহারাষ্ট্রকে করছে। আগামী দিনে অন্যান্য সরকারকেও ফেলে দেয়ার চেষ্টা করবে।’ মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট নিয়ে বলতে গিয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই ভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি সরকার। পেশি, মাফিয়া ও অর্থবল ব্যবহার করে সংবিধানকে ধ্বংস করছে কেন্দ্রীয় সরকার। বুলডোজিং চলছে। মহারাষ্ট্রে যা চলছে তা অত্যন্ত দুঃখজনক। অর্থ দিয়ে বিধায়কদের কিনে নেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের বিধায়কদের নিয়ে এসে রাখা হচ্ছে অসমে। অসম সরকারকেও ব্যবহার করা হচ্ছে। এ তো এক ধরনের রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি মনে করি, উদ্ধব ঠাকরের ন্যায় বিচার পাওয়া উচিত। যেভাবে এমএলএ কেনাবেচা হচ্ছে, এটা কি হাওলা বা তার থেকেও বড় স্ক্যাম নয়? এভাবে মানি পাওয়ার, মাসেল পাওয়ার, ইডি ও সিবিআই-কে ব্যবহার করার খেলা একদিন খতম হবেই। আগেও দু-একটি রাজ্যে এভাবেই ক্ষমতা হাতিয়েছে বিজেপি। ক্ষমতায় থাকাই যেন অভ্যাসে দাঁড়িয়েছে। মনে রাখবেন, আজ আপনারা যা করছেন, কাল আপনাদের সঙ্গেও এরকম হতে পারে। আপনাদের দলও কেউ ভাঙাতে পারে।’

দেশে গণতন্ত্র নেই বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘দেশে গণতন্ত্র কোথায়? যেই বিরোধিতা করছে, তাকেই ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করা হচ্ছে। ত্রিপুরায় ভোটের নামে কী হয়েছে, তা সকলেই দেখেছে। আমার দলের ২০০ জনকে ইডি, সিবিআইয়ের নোটিস পাঠিয়ে রেখেছে, যদিও কেউ অভিযুক্ত নয়। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারকে কেউ এই ভাবে হেনস্থা করতে পারে? কেউ বিরোধিতা করলেই তাকে বুলডোজ করা হচ্ছে। ওদের সব নেতারা যেন সাধু। এত টাকা কোথা থেকে আসে? এটা কি আর একটা হাওলা কেলেঙ্কারি নয়? আমি নিশ্চিত, মহারাষ্ট্রে সরকার ফেলার পর আরও অনেক রাজ্যে একই ভাবে সরকার ফেলার ছক কষছে বিজেপি। এটা কি গণতন্ত্র! আমি বলতে চাই, এ ভাবে গণতন্ত্রকে মেরে ফেলবেন না। এক দিন না এক দিন তো আপনাকে যেতেই হবে, সে দিন কী রেখে যাবেন! ইডি, সিবিআই আর টাকা দিয়ে এ ভাবে সরকার ভাঙবেন না।’

Advertisement

একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিদ্রোহী বিধায়করা এই মুহূর্তে অসমের একটি হোটেলে আস্তানা গেড়েছেন। বৃহস্পতিবার সকালে সেই হোটেলের সামনে বিক্ষোভ ও ধর্না প্রদর্শন করেছে অসম তৃণমূলের কর্মীরা। এদিন নবান্ন থেকে সেই নিয়েও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ওখানে একটা বিরাট বন্যা হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচিত ওদের দিকে এখন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সেটা না করে কেন ওদের বিরক্ত করছে? বিধায়ক কেনাবেচা করতে উল্টে তাঁদের অসমে পাঠিয়ে দেওয়া হল। অসমের বদলে বাংলায় পাঠাতে পারতেন। আমরা আরও ভালো আতিথেয়তা করতে পারতাম। গণতন্ত্রকে রক্ষা করতাম।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.