বিনোদন
প্রকাশিত হল অমৃতা বিশ্বাসের প্রথম ভিডিও গানের অ্যালবাম ‘নীল ক্যানভাস’
অমৃতা তার প্রথম সিঙ্গেল গানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অশোক স্যার কে পেয়ে খুবই আনন্দিত ছিল! সে আরও বলেন শ্রোতাদের ভালোবাসা পেলে, সে এই ভাবেই সঙ্গীত সাধনায় মগ্ন থাকতে চান ।

ডিজিটাল ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত সঙ্গীত পরিচালক অশোক ভদ্রের সুরে, প্রখ্যাত গীতিকার দেব প্রসাদ চক্রবর্তীর কথায়,নদীয়ার বগুলার উদীয়মান সঙ্গীত শিল্পী – অমৃতা বিশ্বাসের প্রথম একক আধুনিক ভিডিও গানের অ্যালবাম ‘নীল ক্যানভাস’ এ প্রকাশিত হল । ১১ই জুন,২০২৩ এর বৃষ্টি ভেজা সন্ধ্যায়, বগুলা অঞ্চলের কুঠিপাড়া রুচীরাজ রেস্টুরেন্টে এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে – মিউজিক লন্সের অনুষ্ঠান হয়ে গেলো ।
এই দিন সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও বলিউডের প্রায় ৪০০ সিনেমার সঙ্গীতকার হিসাবে কাজ করা – অশোক ভদ্র । তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রতিভাময়ী শিল্পী অমৃতা বিশ্বাস, তার মা প্রতিভা দেবী,তার বন্ধু,বান্ধবী,আত্মীয়, স্যারেরা । এই নীল ক্যানভাস গানটি মুক্তি পেয়েছে কলকাতার স্বনামধন্য মিউজিক কোম্পানি ‘কৃষ্টি ক্রিয়েশন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ।
আরও পড়ুন – “BLACK PINK” গ্রুপ মেম্বারদের মধ্যে, সবচেয়ে ধনী কে?
অশোক ভদ্রের সাক্ষাৎকারে উঠে এসেছিল,গ্রাম বাংলার প্রতিভাদের কথা,তিনি গ্রাম ভালোবাসেন,লোকসঙ্গীত ভালোবাসেন । তিনি ইয়ুথ আইকন অভিজিৎ সিং,শ্রেয়া ঘোষাল,কেকে (প্রয়াত),কুমার শানু,আশা ভোঁসলে,সোনু নিগম, শানের সাথে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন। তিনি বলেন,কাজের প্রতি নিষ্ঠা,ভক্তি,ভালোবাসা না থাকলে,একজন গুণী শিল্পী হওয়া যায় না । তিনি অমৃতার প্রতিভার কথাও জন সাপেক্ষে উপস্থাপনা করেন । অমৃতা একদিন বাংলা চলচ্চিত্রে নাম করা প্লেব্যাক সিঙ্গার হিসাবে আত্মপ্রকাশ করবে,তিনি আশাবাদী ।
আরও পড়ুন – ১৪ বছর বয়সে, বস্তির মেয়ে হয়ে উঠলো সুপার মডেল!
অমৃতা তার প্রথম সিঙ্গেল গানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অশোক স্যার কে পেয়ে খুবই আনন্দিত ছিল! সে আরও বলেন শ্রোতাদের ভালোবাসা পেলে, সে এই ভাবেই সঙ্গীত সাধনায় মগ্ন থাকতে চান । এই দিনের সঙ্গীত প্রকাশের অনুষ্ঠানে ‘মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প আকাদেমি’র কয়েকজন শিল্পীও উপস্থিত ছিলেন। বিপ্লব নাবিক,সুশুম দাস বাউল,সুভাষ হালদার গান পরিবেশন করেন। বগুলা থেকে ছিলেন সাহিত্যিক ও আবৃত্তিকার সঞ্চিতা শীল,তিনি কবিতা আবৃত্তি করেন । এছাড়াও উপস্থিত ছিলেন নন্দলাল দাস,সন্দীপা সরকার, মৌনিকা হালদার,নীলাঞ্চনা বিশ্বাস প্রমুখ ।
এই সুন্দর অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল – ‘সৃজনী অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি’ । এই অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন কবি,চিত্রশিল্পী,সাংবাদিক অনুপ মণ্ডল । পরিশেষে বলা যায়, নদীয়া জেলার প্রতান্ত মফস্বল থেকে,তিলোত্তমা মহানগরী কলকাতার বুকে গিয়ে গান করে,মানুষের মনে জায়গা করে নেবে অমৃতা বিশ্বাস। এই আশায় বুক বেঁধে থাকল পুরো সঙ্গীত প্রেমী মানুষেরা ।