বিদেশের খবর
“BLACK PINK” গ্রুপ মেম্বারদের মধ্যে, সবচেয়ে ধনী কে?
আমাদের মেইন টপিক হচ্ছে যে কার ইনকাম বেশি বা কে কত টাকার মালিক তা নিয়ে আজ আলোচনা করব

বেঙ্গল এক্সপ্রেস: “BLACK PINK” ওয়ান অফ দা মোস্ট পপুলার কে-পপ গ্রুপস হলো এই ব্ল্যাক পিঙ্ক। এই গ্রুপে মোট চার জন মেম্বার রয়েছে, যাদের নাম হলো, জেনি কিম (Jennie Kim), লিসা (Lalisa Manobal), জিসু (Kim Ji-soo) ও রোজে (Roseanne Park)। কিন্তু আজকে আমাদের মেইন টপিক হচ্ছে যে কার ইনকাম বেশি বা কে কত টাকার মালিক তা নিয়ে আজ আলোচনা করব।
ব্ল্যাক পিঙ্ক মেম্বারদের মধ্যে সবথেকে পপুলার হচ্ছে লিসা, যার instagram ফলোয়ার 94.7 million। লিসার সোলো ভিডিও লালিসা তো পুরা বিশ্বের মধ্যে হইচই ফেলে দিয়েছিল। লালিসা ভিডিও আপলোড করার ২৪ ঘন্টার মধ্যে ৭০ মিলিয়ান ভিউস পেয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম উঠে গিয়েছিল। এত পপুলার পাওয়ার পরও লিসার net worth কত জানেন মাত্র ১৪ মিলিয়ন ডলার। এবং তার ইনকাম করার সোর্স হচ্ছে টিভি শো এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবারেশন।
আরও পড়ুন-প্রতিবেশীর বাড়িতে AC চলাতে, অধিক বিল গুনতে হচ্ছে আপনাকে ?
কোরিয়ান নিউজ রিপোর্ট অনুযায়ী লিসা প্রত্যেক টিভি শো থেকে পারিশ্রমিক হিসাবে তিন লাখ ডলার নিয়ে থাকেন। এবার আসি জেনি কিম এর কাছে চারজন মেম্বার এর মধ্যে সবথেকে কম মোট মূল্য যার তার নাম হচ্ছে জেনি। Pink member সবথেকে ধনী মেম্বার হচ্ছে, যার মোট মূল্য ২০ মিলিয়ন ডলার। তারপর আসে রোজে যে সেকেন্ড ধনী মেম্বার। যার net worth ১৮ মিলিয়ন ডলার। এইতো ছিল ব্ল্যাক পিঙ্ক এর চার মেম্বার এর ইনকাম।