দেশের খবর
ইন্ডিয়ার ফার্স্ট ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জর কে জানেন? এবং তাকে কে ক্রিয়েট করেছে?
ভারতের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জার হলো কায়রা ( KAYRA)। কায়রা কে তৈরি করেছেন ভারতের এক

বেঙ্গল এক্সপ্রেস: ইন্ডিয়ার ফার্স্ট ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জার (Virtual influencer) কে জানেন। আর তাকে কেইবা সৃষ্টি করেছে ? সবকিছু নিয়ে আজ আলোচনা করব।
ভারতের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জার হলো কায়রা ( KAYRA)। কায়রা কে তৈরি করেছেন ভারতের এক বাসিন্দা যিনি একজন লেখক, তার নাম হিমাংশু গোয়েল। তিনি বিভিন্ন ধরনের বই লিখেছেন যার নাম হল, এ লোনলি ওয়ার্ল্ড এন্ড আদার পয়েমস (A Lonely World and Other Poems), ৫২ লস অফ লাভ ( 52 laws of love) আরো অনেক বই লিখেছেন তিনি। কিন্তু তার সব থেকে আশ্চর্যজনক ও জীবন বদলে দেওয়ার মতো একটি আবিষ্কার তৈরি করেছেন তিনি। তিনি কায়রা কে তৈরি করেছেন।

virtual-influencer-kyra
কায়রার বয়স ২২ বছর। আর কায়রা মুম্বাই বেসড ইনফ্লুয়েঞ্জার। কায়রা কে সি জি আই (CGI) টেকনোলজি এবং এ আই (AI) টেকনোলজিকে কম্বাইন্ড করে তৈরি করা হয়েছে। কয়রার মধ্যে যে গুন গুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুন হল খুব সহজেই কায়রা ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়াতে কোন ভিডিও বেশি ভাইরাল চলছে এবং ট্রেন্ডে চলছে সেই সম্পর্কে বলা এবং ওই বিষয় এবং ধারণা দিয়ে কনটেন্ট তৈরি করা।
আরও পড়ুন-আপনি কি জানেন? কার জন্য ইংরেজরা আমাদের দেশের ওপর শাসন করতে পেরেছিল!
কায়রা কে নিয়ে এক্সপার্টরা জানিয়েছেন যে পরবর্তী সময়ে কায়রা বা ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জার এর সাহায্যে মার্কেটিং এর দিক দিয়ে অনেক সাহায্য হবে। এক কথায় পরবর্তী সময়ে বিগ পার্ট হতে চলেছে মার্কেটিং এর ক্ষেত্রে এই ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জাররা। কায়রার ইনস্টাগ্রামে টু হান্ড্রেড কে( 200k) এর চেয়েও বেশি ফলোয়ার্স রয়েছে। আর ইদানিং তো বোট(boAt) এর মতো বড়ো কোম্পানির সাথে কায়রা কোলাবেরেশনে করেছে। এবং ধীরে ধীরে অন্যান্য কোম্পানিরাও এগিয়ে আসছে এই ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জার এর সাথে কাজ করবার জন্য।