বিনোদন
শ্যুটিং চলাকালীন আহত ‘মি. পারফেক্টশনিস্ট’!

বেঙ্গল এক্সপ্রস নিউজ: চলছিল ‘লাল সিং চাড্ডার’ গুরুত্বপূর্ণ দৃশ্য। সেই সময় মাইলের পর মাইল ছুটে যেতে হবে আমির খানকে। সেই সময়ই শ্যুট করতে গিয়ে হাঁটুতে আঘাত পান আমির খান।
উল্লেখ্য, গত ২ বছরের অস্বাভাবিক পরিস্থিতির কারণে লাল সিং চাড্ডা সিনেমার শ্যুটিং অনেকটা পিছিয়ে পড়েছিল। তাই আর সময় নষ্ট করতে চাননি আমির খান। যত দ্রুত সম্ভব চাইছিলেন শ্যুটিং শেষ করতে। ৫৭ বছর বয়সী অভিনেতা নিজেই একটি টানা দৌড়ের দৃশ্য ক্যামেরাবন্দি করেন। কিন্তু একটানা এভাবে ছুটতে গিয়ে এক সময় হাঁটুতে যন্ত্রণা বোধ করেন তিনি। হাঁটুতে আঘাত পান। বসে পড়েন ছুটতে ছুটতে।
পেনকিলারের সাহায্যে যন্ত্রনা সাময়িক কমিয়ে ফের ক্যামেরার সামনে আসেন অভিনেতা। ব্যথা উপশমকারী ট্যাবলেট খেয়ে হাঁটুর ব্যথা সাময়িকভাবে কমান। তারপর ফের শ্যুটিং করেন। ফের ব্যথা কমিয়ে ছুট লাগান। যা ক্যামেরাবন্দি করা হয়।
উল্লেখ্য, ১১ আগস্ট মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। আমিরের বিপরীতে এই ছবিতে দেখা যাবে করিনা কাপুর খানকে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ‘লাল সিং চাড্ডা’। হলিউড ছবিটিতে নাম ভূমিকায় ছিলেন টম হ্যাঙ্কস।