বিনোদন
জামিনের বন্ড বাতিল, পাসপোর্ট ফেরত পেলেন শাহরুখ-পুত্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ সালের ২ অক্টোবর মাদক মামলায় ধরা পড়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। টানা ২৮ দিন জেলে ছিলেন তিনি। বেশ কয়েকমাসের আইনি লড়াইয়ের পর চলতি বছরের মে মাসে ক্লিনচিট দেয় এনসিপি। ক্লিন চিট পাওয়ার পরে আরিয়ান পাসপোর্ট ফেরত এবং জামিনের বন্ড বাতিলের জন্য বিশেষ এনডিপিএস আদালতে আবেদন করেছিলেন। যার শুনানিতে আজ সিদ্ধান্ত দেয় আদালত।
বিশেষ পাবলিক প্রসিকিউটর অদ্বৈত সেথনা, যিনি এনসিবি-র তরফে হাজির হয়েছিলেন, তিনি আদালতে দুই পৃষ্ঠার উত্তর জমা দিয়েছেন। এদিকে সিনিয়র আইনজীবী অমিত দেশাই এবং রাহুল আগরওয়াল আরিয়ান খানের পক্ষে উপস্থিত ছিলেন। এদিন এনসিবি জানিয়েছে জামিনের বন্ড বাতিল এবং পাসপোর্ট ফেরত দিতে তাদের কোনো আপত্তি নেই।
এনসিবি-র এনডিপিএস আদালতে দায়ের করা অভিযোগপত্রে আরিয়ান খানের নাম অন্তর্ভুক্ত ছিল না। আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ান খান এবং আরও ১৯ জনকে গ্রেফতার করেছিল এনসিবি। আরিয়ানের সাথে গ্রেপ্তার হওয়া আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকে আদালত ক্লিন চিট দেয়নি। দুজনই মাদক মামলার আসামি। অভিযোগপত্রে ৬ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। বাকি ১৪ জনের বিরুদ্ধে মামলা চলছে।