The Kashmir Files: 'কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখের', ছবি নিয়ে মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট
Connect with us

দেশের খবর

The Kashmir Files: ‘কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখের’, ছবি নিয়ে মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ১১ মার্চ মুক্তি পেয়েছে কাশ্মীরি পন্ডিতদের জীবন কাহিনী অবলম্বনে তৈরি পরিচালক Vivek Agnihotri-এর সিনেমা ‘The Kashmir Files’। ছবিটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে বক্স অফিসে। তেমনই এই ছবি নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। ছবিতে কাশ্মীরি পন্ডিতদের দুর্দশার কাহিনী তুলে ধরায় তৈরি হয়েছে নানা বিতর্কও। তবুও সবকিছুর ঊর্দ্বে জনমানষে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ‘দ্যা কাশ্মীরি ফাইলস’।

এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান। মিস্টার খানের ছবিটি এখনও না দেখা হলেও এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ”কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে যা হয়েছিল তা অত্যন্ত দুঃখের। তবে প্রত্যেক ভারতীয়ের অবশ্যই উচিত ছবিটি দেখা।” শুধু তাই নয়, তিনি আরও বলেন,” সিনেমার বিষয়বস্তু প্রতিটি ভারতীয়ের আবেগকে ছুঁয়ে গিয়েছে।” আমির খানের এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন আলিয়া ভাটও (Alia Bhatt)।

কাশ্মীরি ফাইলস নিয়ে নানা জনের নানা বক্তব্য থাকলেও সবকিছুকে ছাপিয়ে এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংসদেও এই ছবি নিয়ে আলোচনা হয়েছে। সবমিলিয়ে বর্তমানে বি-টাউন তথা গোটা ভারতের এখন হট টপিক হল ‘The Kashmir Files’।

Advertisement

আরও পড়ুন : Gangubai Kathiawadi: বিতর্ক পিছু ছাড়ছে না বনশালীর

অন্যদিকে, বিবেক অগ্নিত্রোহির দ্যা কাশ্মীরি ফাইলস মুক্তির পরই দর্শকদের জন্য মধ্যপ্রদেশ,হরিয়ানা, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ সরকার এই ছবিটি সম্পূর্ন করমুক্ত করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেভাবে ছবির প্রচার না হলেও বক্সঅফিসেও ১৯২ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। ২০০ কোটি ছুঁয়তেও আর বেশি দেরি নেই।

আরও পড়ুন : ‘বাকি ইতিহাস’ এখন আর নয় বাকি- মুক্তি পেল তুষার বল্লভের প্রথম ছবি

Advertisement

এদিকে ছবির প্রধান পরিচালক বিবেক অগ্নিত্রোহিকে দেওয়া হয়েছে ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা। ছবিটি মুক্তির পরই তিনি খুনের হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করেছিলেন। তারপরই তাঁকে ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.