রাজনীতি
এবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠালো সিবিআই!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : তিনি সব সময়ই খবরের শিরোনামে। খবরের শিরোনামে থাকার একটাই কারণ, তার বিতর্কিত মন্তব্য। কখনও পুলিশের গাড়িতে বোম মারতে বলেছেন, আবার কখনও রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে বলেছেন। তাঁর এইসব মন্তব্য বারবার তাঁর দল তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলেছে।
তবু তিনি একই রকম আছেন। তিনি অনুব্রত মণ্ডল। বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র। বুধবারই পৌরসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু বিরোধীরা প্রার্থী না দেওয়ায় সাঁইথিয়া পৌরসভা বিনা প্রতিদন্দিতায় দখল করল তৃণমূল। প্রধান বিরোধীদল বিজেপি সন্ত্রাসের অভিযোগ করছে। তবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল খবরের শিরোনামে রয়েছেন অন্য কারণে। এবার অনুব্রতব মণ্ডলের নাম জড়িয়ে গেল গরুপাচার মামলায়। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো সিবিআই। আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজির থাকার নোটিশ দেওয়া হয়েছে সিবিআই-এর তরফে।
এই গরু পাচার মামলায় বুধবারই ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁকে ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। গত কয়েকদিন আগেই নির্বাচন পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তখন অসুস্থতার অজুহাত দেখিয়ে দেখা করেননি।
এবং গ্রেফতারি এড়াতে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত থেকে রক্ষা কবজ চেয়ে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু তাঁর সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। এবার গরু পাচার মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখন দেখার, অনুব্রত মণ্ডল এবার নিজাম প্যালেসে দেখা করেন নাকি হাজিরা এড়ানোর জন্য নতুন কোনও ফন্দি আঁটেন। তার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।