রাজনীতি
টিকিট না পেয়ে দল ছাড়লেন হাবড়ার বিজেপি নেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : পৌর নির্বাচনে টিকিট বন্টনের ঝামেলা মিটেছে না রাজ্যে। গত কয়েক দিন ধরেই তৃণমূল প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জেলায় জেলায় চলছে বিক্ষোভ। এরপর বিজেপিও তাদের দলের প্রার্থী ঘোষণা করে।
কিন্তু রাজ্যজুড়ে পৌরভোটের প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে তৃণমূলের পাশাপাশি গেরুয়া শিবিরেও কিন্তু ব্যাপক অন্তর্কলহ প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, হাবড়া পৌরসভার বিজেপি নেতা রথীন সেন টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দল ছাড়লেন। সূত্রের খবর, হাবড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা রথীন সেন প্রার্থী তালিকা বেরনোর পর নিজের নাম দেখতে না পেয়ে রীতিমতো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
পাশাপাশি দল ছেড়ে এবারের ভোটে নির্দল প্রার্থী হয়ে লড়াই করার কথা তিনি ভাবছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, এ প্রসঙ্গে হাবড়া পৌরসভার বিজেপি নেতা বিপ্লব হালদার পাল্টা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে যদি রথীন সেন নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান, তাহলে বুঝতে হবে এর পিছনে তৃণমূলের উস্কানি রয়েছে। এই নিয়ে পাল্টা ৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন প্রশাসক নারায়ণ সাহা জানিয়েছেন, বিজেপির আভ্যন্তরীণ ঝামেলার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। সব মিলিয়ে হাবড়া পৌরসভায় বিজেপির এই অশান্তি প্রকাশ্যে আসায় তীব্র জলঘোলা যেমন শুরু হয়েছে, ঠিক তেমনই গেরুয়া শিবিরের অস্বস্তিও বেড়েছে।